Tractor

কেশপুরে জমি চষার সময়ে ট্রাক্টরের সামনে পড়ল একাদশ শ্রেণির ছাত্র! হাসপাতালে নিয়ে গিয়েও হল না শেষরক্ষা

শুক্রবার সুপ্রীতের পরিবারের জমিতে ট্রাক্টর চালানো হচ্ছিল। ট্রাক্টরের চালকের পাশেই বসেছিল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ২৩:২৪
Share:

ট্রাক্টরের সামনে পড়ে মৃত্যু ছাত্রের। — নিজস্ব চিত্র।

ধানকাটার পরে জমিতে চষার কাজ চলছিল। অভিযোগ, শুক্রবার সে সময়ে ট্রাক্টরের ফলায় পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম সুপ্রীত মাঝি। তাঁর বয়স ১৮ বছর। কেশপুর ব্লকের আনন্দপুর থানার বাঁকাঝেটা এলাকার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুপ্রীত স্থানীয় তেঘরি হাই স্কুলে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সুপ্রীতের পরিবারের জমিতে ট্রাক্টর চালানো হচ্ছিল। ট্রাক্টরের চালকের পাশেই বসেছিল সে। অভিযোগ, হঠাৎই চলন্ত ট্রাক্টর থেকে নিচে পড়ে যায় সুপ্রীত। মুহূর্তে যানের ফলায় সে গুরুতর জখম হয়।

পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা দ্রুত ট্রাক্টর থামিয়ে তাকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement