তির্যক মন্তব্যের দায়ে বাংলাদেশের দুই মন্ত্রীকে তলব সুপ্রিম কোর্টের

সংবিধান মেনে শপথ নেওয়া মন্ত্রীরা কী ভাবে প্রধান বিচারপতি ও বিচারাধীন মামলা নিয়ে তির্যক মন্তব্য করেন, তা নিয়ে রীতিমতো স্তম্ভিত বাংলাদেশের সুপ্রিম কোর্ট। যে মন্ত্রীরা ওই তির্যক মন্তব্য করেছিলেন, তাঁদের তলবও করেছে বাংলাদেশের শীর্ষ আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ১৭:৫৯
Share:

সংবিধান মেনে শপথ নেওয়া মন্ত্রীরা কী ভাবে প্রধান বিচারপতি ও বিচারাধীন মামলা নিয়ে তির্যক মন্তব্য করেন, তা নিয়ে রীতিমতো স্তম্ভিত বাংলাদেশের সুপ্রিম কোর্ট। যে মন্ত্রীরা ওই তির্যক মন্তব্য করেছিলেন, তাঁদের তলবও করেছে বাংলাদেশের শীর্ষ আদালত।

Advertisement

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হককে তলবের আদেশ দেওয়ার সময় মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চ তাদের এই মনোভাব প্রকাশ করেছে।

আরও পড়ুন- ‘দুর্নীতিতে মেয়েরা কমই জড়ান’, নারী দিবসে হাসিনা

Advertisement

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ‘‘সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত কিছু খবর আমাদের নজরে এসেছে, যা দেশের সর্বোচ্চ আদালতের পক্ষে অশোভনীয় ও অবমাননাকর। এতে সর্বোচ্চ আদালতের বিচারকরা স্তম্ভিত। এটি বিচার বিভাগের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করা হচ্ছে।’’
আগামী ১৪ মার্চ দুই মন্ত্রীকে তাঁদের বক্তব্যের ব্যাখ্যা ও ১৫ মার্চ তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন