প্রতীকী চিত্র
সাম্প্রতিক সময়ে, সাধারণ মানুষের মধ্যে স্নায়ুবিষয়ক সমস্যাগুলি ক্রমশ বাড়ছে। হালকা মাথাব্যথা থেকে শুরু করে স্ট্রোক বা স্মৃতিভ্রংশের মতো জটিল স্নায়ুরোগে অনেকেই ভুগছেন। কিন্তু সচেতনতার অভাবে বহুক্ষেত্রেই সঠিক সময়ে চিকিৎসা শুরু হয় না। অথচ সময় থাকতেই রোগ চিহ্নিত হলে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব।
এই প্রসঙ্গেই মনিপাল হাসপাতাল, মুকুন্দপুর এবং আনন্দবাজার ডট কম একসঙ্গে আয়োজন করছিল এক বিশেষ নিউরোলজিক্যাল আড্ডার। যেখানে উপস্থিত ছিলেন, ডিরেক্টর এবং নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক জয়ন্ত রায়, নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক অম্লান মণ্ডল, নিউরো-সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক ডি কে প্রধান, নিউরো-ইন্টারভেনশনাল রেডিয়োলজি বিভাগের চিকিৎসক নির্মাল্য রায় এবং কনসালট্যান্ট নিউরোলজি বিভাগের চিকিৎসক রাজন কুমার।
এই বিশেষ আড্ডায় সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে স্নায়ুরোগ বিশেষজ্ঞরা আলোচনা করেছেন। বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
স্নায়ুর নানান সাধারণ ও জটিল রোগ নিয়ে বিস্তারিত আলোচনায় নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক জয়ন্ত রায়, চিকিৎসক অম্লান মণ্ডল, চিকিৎসক ডি কে প্রধান, চিকিৎসক নির্মাল্য রায় এবং রাজন কুমার।
স্নায়ুর নানান সাধারণ ও জটিল রোগসমূহ:
এই সমস্ত সমস্যাই উপেক্ষা করলে ধীরে ধীরে জটিল রূপ নিতে পারে। তাই প্রাথমিক পর্যায়েই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। উদ্দেশ্য একটাই—স্নায়ুস্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে বিশেষজ্ঞের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেওয়া। তাই ভয় না পেয়ে প্রাথমিক পর্যায়েই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
সুস্থ স্নায়ু, সচেতন জীবন—এই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘মনিপাল হসপিট্যাল্স, মুকুন্দপুর’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।