Merlin Niyasa

সাধ ও সাধ্যের মধ্যেই, শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে স্বপ্নের ঠিকানা

কোলাহল থেকে জীবনযাপনকে সহজ করে তুলতে শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে দেশের অন্যতম সেরা রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপের ‘মার্লিন নিয়াসা’।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৩:০৩
Share:

‘মার্লিন নিয়াসা’ (চিত্র: সংগৃহীত)

যান্ত্রিকতার জীবনে সারাদিনের কর্মব্যস্ততার পর সকলেই চায় এক টুকরো শান্তির খোঁজ। কিন্তু দ্রুতগামী এই জীবনে শান্তি এখন আর শুধু মানসিক চাহিদা নয়, বিলাসিতাও বটে। তাই, এই কোলাহল থেকে জীবনযাপনকে সহজ করে তুলতে শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে দেশের অন্যতম সেরা রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপের ‘মার্লিন নিয়াসা’।

‘ই এম বাইপাস’ থেকে মাত্র ৫৫০ মিটার দূরে, রুবির কাছে তৈরি হয়েছে এই স্বপ্নের বাসস্থান। প্রকৃতির মধ্যে গড়ে ওঠা ‘মার্লিন নিয়াসা’র প্রতিটি আবাসন দক্ষিণমুখী, বাস্তুশাস্ত্রসম্মত এবং তিনদিক খোলা। যেখানে সূর্যের আলো, পর্যাপ্ত বাতাস এবং প্রকৃতির ছোঁয়া অবাধে সর্বত্র বিচরণ করে। এই পরিবেশ আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে, শান্তি শুরু হয় নিজের ঘর থেকেই।

এই আবাসন শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠার সুবাদে নামকরা স্কুল-কলেজ থেকে হাসপাতাল, শপিং মল সবই রয়েছে হাতের কাছেই। ছক ভাঙা নির্মাণশৈলীর দিক থেকে মার্লিন গ্রুপ সবসময়ই নিজ গুণে অনন্য। ডিজ়াইনের আধুনিকতা, প্রশস্ত জায়গা, সবুজের আধিক্য, অফুরান সুযোগ-সুবিধা এই আবাসন প্রকল্পকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে।

বিলাসিতা কি শুধুই মার্বেল ফ্লোর, ঝাঁ চকচকে আলো বা দামি আসবাব? না—আজকের দিনে, সত্যিকারের বিলাসিতা মানে সুন্দর পরিবেশে স্বচ্ছন্দ্যে শান্তির জীবন কাটানো। তা হলে আর দেরি কেন? এ বার শান্তি ও স্বপ্নের ভবিষ্যৎ শুরু হোক ‘মার্লিন নিয়াসা’র হাত ধরে।

বিশদে জানতে ভিজ়িট করুন: https://shorturl.at/0QxuE

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘মার্লিন নিয়াসা’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন