Winter Care for Newborns

শীতের রুক্ষতা থেকে শিশুর চুল ও মাথার ত্বককে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন ‘জনসন্‌স বেবি শ্যাম্পু’

শীতের সময়ে ত্বকের এই শুষ্কতা শিশুর জন্যও যথেষ্ট অস্বস্তির কারণ হতে দাঁড়ায়। লক্ষ্য করে দেখবেন, শুষ্কতাজনিত অস্বস্তির কারণে শিশু বার বার তার মাথা চুলকোচ্ছে। তাই তার শীতকালীন যত্ন কী ভাবে নেওয়া যায়, এই বিষয়টি পর্যালোচনা করা সব বাবা-মায়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৬
Share:

‘জনসন্‌স বেবি শ্যাম্পু’ (চিত্র: সংগৃহীত)

শীতকালে ছোট থেকে বড় সকলকেই ত্বকের জন্য বাড়তি যত্ন নিতে হয়। বিশেষত শিশুদের ত্বকের জন্য এই সময়টায় বিশেষ যত্ন প্রয়োজন। কারণ, শিশুদের ত্বক অনেক বেশি নরম এবং সংবেদনশীল হয়। শীতের ঠান্ডা আবহাওয়া তাতে খুব সহজেই প্রভাব ফেলতে পারে। যদিও শিশুর চুল এবং মাথার ত্বকে সারা বছরই যত্নের প্রয়োজন, তবে শীতের রুক্ষতা মাথার ত্বককে শুষ্ক করে দেয়, যার কারণে জ্বালা, চুলকানি ইত্যাদি নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।

শীতের সময়ে ত্বকের এই শুষ্কতা শিশুর জন্যও যথেষ্ট অস্বস্তির কারণ হতে দাঁড়ায়। লক্ষ্য করে দেখবেন, শুষ্কতাজনিত অস্বস্তির কারণে শিশু বার বার তার মাথা চুলকোচ্ছে। তাই তার শীতকালীন যত্ন কী ভাবে নেওয়া যায়, এই বিষয়টি পর্যালোচনা করা সব বাবা-মায়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখেই তাই তৈরি করা হয়েছে ‘জনসন্‌স বেবি শ্যাম্পু’। এটি একটি মৃদু এবং পুষ্টিকর ক্লেনজ়ার, যা শুধু শিশুদের মাথার ত্বককে পরিষ্কারই রাখে না, সেই সঙ্গে শীতের শুষ্কতা থেকেও রক্ষা করে।

শীতে শিশুর চুলের যত্ন কেন প্রয়োজন?

শীতকালে কম আর্দ্রতা এবং ঘরের মধ্যেকার উষ্ণতায় থাকার কারণে শিশুর ত্বক এবং মাথার ত্বকের উপর বিশেষ ভাবে প্রভাব পড়তে পারে। ঘরে বাইরে দু’দিকের আবহাওয়াই শিশুর ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে তাকে শুষ্ক করে তোলে। একটি শিশুর মাথার ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হয়। ফলে তা শুষ্ক এবং খসখসে হওয়ার প্রবণতাও বেশি থাকে। নবজাতকের সূক্ষ্ম, কোমল চুলকেও জটমুক্ত এবং ভাল রাখার জন্য বিশেষ যত্নের প্রয়োজন।

শিশুদের ক্ষেত্রে যে কোনও ক্লেনজ়ার ব্যবহার করলে তা মাথার ত্বকের রক্ষাকারী প্রাকৃতিক তেলগুলিকে নষ্ট করে ফেলতে পারে, যা ত্বককে আরও শুষ্ক করে তোলে। এখানেই ‘জনসন্‌স বেবি শ্যাম্পু’ শীতকালে শিশুর মাথার ত্বক এবং চুলের সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‘জনসন্‌স বেবি শ্যাম্পু’ শিশুদের প্রতিদিন ব্যবহারের জন্য যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে। এটি অনন্য ‘নো মোর টিয়ার্স’® ফর্মুলা দিয়ে তৈরি, যা স্নানের সময়ে শিশু ও বাবা-মা উভয়ের জন্যই এক দারুণ অভিজ্ঞতার সৃষ্টি করে। এই শ্যাম্পুটি শিশুর ত্বকের প্রয়োজনীয় প্রাকৃতিক তেলকে নষ্ট না করেই ত্বককে আলতো ভাবে পরিষ্কার করে। নারকেলের পুষ্টিগুণ সমৃদ্ধ এই হালকা ক্লেনজ়ারটি শিশুর পাতলা চুল পরিষ্কার করার পাশাপাশি তাতে আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। ‘জনসন্‌স বেবি শ্যাম্পু’ দিয়ে প্রতি বার স্নানের পরে আপনার শিশুর চুল নরম ও মসৃণ থাকে। শুধু তা-ই নয়, এটি প্যারাবেন, সালফেট এবং কেমিক্যাল রং থেকেও মুক্ত।

‘জনসন্‌স বেবি শ্যাম্পু’র মূল উপাদানগুলির মধ্যে একটি হল গ্লিসারিন, যা শিশুর মাথার ত্বককে আর্দ্র রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, গ্লিসারিন ‘হিউমেক্ট্যান্ট’ হিসাবেও কাজ করে। এটি বাতাস থেকে আর্দ্রতা টেনে এনে ত্বকে ধরে রাখে। শীতকালের জন্য এটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ, শীতকালে শুষ্ক বাতাস সহজেই শিশুর সূক্ষ্ম ত্বক এবং মাথার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা হ্রাস করে দেয়। গ্লিসারিন চুলকানি এবং শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে শিশুর মাথার ত্বককে সুস্থ এবং আরামদায়ক রাখে।

শীতকালে শিশুর চুল কত বার ধোয়া উচিত?

অনেক বাবা-মায়েরই প্রশ্ন থাকে, কত কত ঘন ঘন তাদের সন্তানের চুল ধোয়া উচিত। বিশেষত শীতকালে যখন ঠান্ডা আবহাওয়া আরও বেশি সমস্যার সৃষ্টি করে। ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স’ (আইএপি)-এর মতে, সাধারণত প্রয়োজনের উপরে নির্ভর করে সপ্তাহে এক বার বা দু’বার শিশুর চুল ধোয়া দরকার।* ‘জনসন্‌স বেবি শ্যাম্পু’র মতো একটি মৃদু শ্যাম্পু দিয়ে যদি নিয়মিত চুল পরিষ্কার করা যায়, তা হলে মাথার ত্বকে ময়লা, তেল এবং শুষ্ক স্তর জমা হয় না। ‘ক্র্যাডল ক্যাপ’ প্রবণ শিশুদের আরও ঘন ঘন চুল ধোয়ার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে, ‘জনসন্‌স বেবি শ্যাম্পু’র মতো মৃদু শ্যাম্পু ব্যবহার করলে তা মাথা থেকে শুষ্ক চামড়া আলগা করতে সাহায্য করে এবং মাথার ত্বককে আর্দ্র রাখে।

মৃদু শ্যাম্পু বেছে নেওয়ার পাশাপাশি, বাবা-মায়েরা শিশুর শীতকালীন চুলের যত্নের জন্য অন্যান্য উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করতে পারেন। চুল ধোয়ার আগে বা পরে শুধু তেল দিয়ে হালকা ভাবে মাথার স্ক্যাল্প ম্যাসাজ করুন, যা শিশুর জন্য খুবই নিরাপদ। পাশাপাশি এই স্ক্যাল্প ম্যাসাজ শিশুর মাথার ত্বকে পুষ্টি জোগাতে এবং রক্ত প্রবাহকে উদ্দীপিত করতেও সাহায্য করে। শ্যাম্পু করার পরে চুলের জট ছাড়াতে একটি নরম চিরুনি দিয়ে চুল আলতো করে ভাগ করে নিয়ে আঁচড়ে নিন। এতে শিশুর মাথায় ব্যথাও লাগবে না, পাশাপাশি চুলও সুন্দর থাকবে।

‘জনসন্‌স বেবি শ্যাম্পু’-র মাধ্যমে, বাবা-মায়েরা আত্মবিশ্বাসী হতে পারেন যে তাঁরা তাঁদের আদরের শিশুর অনন্য চাহিদার জন্য বিশেষ ভাবে তৈরি করা একটি শ্যাম্পু ব্যবহার করছেন। এই শ্যাম্পুর মৃদুভাব এবং আর্দ্রতা শিশুর চুল পরিষ্কার করে এবং শীতের দিনেও মাথার ত্বক ও চুল যাতে সুন্দর থাকে, সে দিকেও নজর রাখে।

* পেডিয়াট্রিক স্কিন কেয়ারের জন্য ভারতীয় শিশু বিশেষজ্ঞরা, যেমন, মধু আর, বিজয়ভাস্কর সি, আনন্দন ভি প্রমুখরা ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স’ গাইডলাইন ঠিক করেছেন। ২০২১;৫৮(২):১৫৩-১৬১।

বিশদে জানতে ভিজ়িট করুন: https://www.johnsonsbaby.in/protectfromdayone

এই প্রতিবেদনটি ‘জনসন্‌স বেবি’-র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন