‘হার্বালাইফ ইন্ডিয়া’-র তরমুজের স্বাদযুক্ত পানীয় ‘লিফট অফ’
আজকের ব্যস্ত জীবনে দিনের শুরু হয় সূর্য ওঠার আগেই এবং শেষ হয় রাত পেরিয়ে। পেশাগত দায়িত্ব, পারিবারিক কর্তব্য এবং ব্যক্তিগত লক্ষ্যের ভারসাম্য বজায় রাখতে হলে সারাদিন সক্রিয় থাকা জরুরি। এই পরিবর্তিত চাহিদার প্রেক্ষিতে এমন সমাধান প্রয়োজন, যা খুব সহজ উপায়ে দীর্ঘক্ষণ কাজের প্রতি মনোযোগ বজায় রাখতে এবং সক্রিয় থাকতে সাহায্য করে।
এই প্রয়োজনের কথা মাথায় রেখেই ভারতের জনপ্রিয় ব্র্যান্ড ‘হার্বালাইফ ইন্ডিয়া’ নিয়ে এসেছে ‘লিফট অফ’ (Liftoff®), তরমুজের স্বাদযুক্ত পানীয়, যাতে রয়েছে ক্যাফিন যা কর্মশক্তি বজায় রাখতে সহায়তা করে* এবং এটি শরীরের জন্যও উপকারী কারণ এতে অতিরিক্ত কোনও শর্করা নেই।
চলতে চলতেই শরীরকে দিন পুষ্টি
আজকের জীবনযাত্রায় প্রয়োজন দ্রুত, সহজে বহনযোগ্য এবং আধুনিক চাহিদার সঙ্গে মানানসই এমনকিছু যা শরীরে পুষ্টি যোগাবে সহজেই। ‘লিফট অফ’ সেই প্রয়োজন পূরণ করছে, যা পাওয়া যাচ্ছে ছোট প্যাকেই। এর পাউডার এক গ্লাস জলে মিশিয়ে মুহূর্তেই তৈরি করে ফেলুন সুস্বাদু পানীয়, যা ব্যস্ত জীবনে শরীরকে চনমনে করে তুলবে মুহূর্তেই।
‘হার্বালাইফ’ বৈজ্ঞানিক উপায়ে পুষ্টি প্রদানের যে প্রতিশ্রুতি নিয়েছে, তারই দৃষ্টান্ত এই পণ্য। ‘লিফট অফ’-এর মাধ্যমে এই সংস্থা ভারতের নিউট্রাসিউটিক্যাল পানীয়ের বাজারে তাদের অবস্থান আরও দৃঢ় করছে, এমন উপভোক্তাদের লক্ষ্য করে, যাঁরা সারাদিন মনোযোগী ও উদ্যমী থাকতে চান।
বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ফর্মুলেশন
‘লিফট অফ’-এ রয়েছে ক্যাফিন, যা সাময়িকভাবে মেটাবলিজম বৃদ্ধি করতে, ক্লান্তি কমাতে এবং শরীরকে সক্রিয় রাখতে সহায়তা করে। এতে ব্যবহৃত অ্যালপিনিয়া গালাঙ্গা-এর নির্যাস মানসিক সতর্কতা ও প্রশান্তি বৃদ্ধি করে। এ ছাড়াও এতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন বি-কমপ্লেক্স (বি১, বি২, বি৩, বি৫, বি৬, বি৭, বি১২), যা স্বাভাবিক উপায়ে সক্রিয়তা এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।
এই উপাদানগুলি ‘হার্বালাইফ’-এর বিজ্ঞানসম্মত গবেষণানির্ভর দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করে।
বিশুদ্ধ উপাদানের ব্যবহার
উপাদান যেখানে স্বচ্ছ ভাবে উপস্থাপিত করা থাকে সেই সকল পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহ চিরকাল থাকে। সেই কথা মাথায় রেখেই ‘হার্বালাইফ লিফট অফ’-এ রাখা হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতা। পণ্যটিতে কোনও অতিরিক্ত শর্করা নেই। এতে মিষ্টি স্বাদ এসেছে স্টেভিয়াল গ্লাইকোসাইড থেকে, যা স্টিভিয়া পাতার ক্যালোরি-ফ্রি প্রাকৃতিক সুইটনার। বিটরুট পাউডার থেকে পানীয়টির রং আনা হয়েছে। কোনও কৃত্রিম রং বা প্রিজারভেটিভ ব্যবহৃত হয়নি। এই স্বচ্ছতা, মান এবং নিরাপত্তার পরিপ্রেক্ষিতে সংস্থার অবস্থানকে আরও দৃঢ় করে।
শক্তি প্রদান করে সক্রিয় রাখতে সাহায্য করে
‘হার্বালাইফ ইন্ডিয়া’-র ম্যানেজিং ডিরেক্টর অজয় খান্না জানান যে, এই শুভারম্ভ ভারতীয় ভোক্তাদের পুষ্টির প্রয়োজনীয়তা সহজে সমাধান করার ক্ষেত্রে ব্র্যান্ডের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে তুলেছে। তাঁর মতে, আধুনিক জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে এমন পণ্য তৈরি করাই সংস্থার লক্ষ্য, যা স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনে সহায়ক হয়।
ভারতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সক্রিয় জীবনের গুরুত্ব ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে ‘লিফট অফ’ প্রমান করছে কী ভাবে দৈনন্দিন পুষ্টি আধুনিক সুস্থতার অপরিহার্য অংশ হয়ে উঠতে পারে। কর্মজীবী মানুষ থেকে ছাত্রছাত্রী বা ফিটনেস অনুরাগী, সকলের জন্যই পণ্যটি উপযোগী সমাধান হিসেবে গ্রহণযোগ্য।
সতেজতা বজায় রাখার নতুন উপায়
‘লিফট অফ’-এর মূল লক্ষ্য হল ভারসাম্য বজায় রেখে মনোযোগ ও সতেজতা নিশ্চিত করা। ব্যস্ততার মধ্যেও এনার্জি, মনোযোগ ও স্থিরতা ধরে রাখতে এটি কার্যকর। কারণ, সক্রিয় থাকা মানে শুধুমাত্র বেশি কাজ করা নয় বরং আরও স্পষ্টতা ও মনোযোগ দিয়ে কাজ সম্পন্ন করা।
*প্রতি সার্ভিংয়ে ৮০ মিলিগ্রাম ক্যাফিন, ৩০০ মিলিগ্রাম অ্যালপিনিয়া গালাঙ্গার নির্যাস, ভিটামিন সি এবং বি-ভিটামিনের সমন্বয় সতেজতা ও প্রশান্তি বৃদ্ধিতে বৈজ্ঞানিকভাবে মূল্যায়িত।
‘হার্বালাইফ’ পণ্যসমূহ কোনও রোগ নির্ণয়, চিকিৎসা, নিরাময় বা প্রতিরোধের উদ্দেশ্যে নয়। গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
এই প্রতিবেদনটি ‘হার্বালাইফ ইন্ডিয়া’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।