‘মার্লিন ইম্পেরিয়া’
এমন এক বাড়ি হবে, যার চারদিক থাকবে খোলা, বারান্দায় দাঁড়ালেই ভেসে আসবে গঙ্গার স্নিগ্ধতা, সকালের নরম রোদ ভরিয়ে দেবে উষ্ণতায়, প্রাণ খুলে শ্বাস নেওয়া যাবে ঠান্ডা হাওয়ায়। এইরকম এক বাড়ির স্বপ্ন সকলেরই থাকে, কিন্তু কেমন হয় যদি আপনার সেই স্বপ্নই হয় সত্যি?
‘মার্লিন ইম্পেরিয়া’ আপনার ইচ্ছেকেই বাস্তবে রূপ দিচ্ছে তাদের নতুন প্রকল্পের মাধ্যমে। কোন্নগরে অবস্থিত এই আবাসিক প্রকল্পে শহুরে জীবনযাত্রার সঙ্গে গঙ্গার স্নিগ্ধতা মিলেমিশে এক হয়ে যায়। শুধু কি তাই? রয়েছে আরও চমক। আবাসিকের সঙ্গে সঙ্গে এটি রিটেল প্রকল্পও।
এই প্রকল্পটির ভাবনা 'আর্কিটেকচার দ্যাট ব্রিথস্' অর্থাৎ উন্মুক্ততা, যেখানে উঁচু টাওয়ারটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে নদীর হাওয়া প্রবেশ করতে পারে এবং পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়। ৩য় থেকে ১২তম তলায় বিস্তৃত ২ বিএইচকে এবং ৩ বিএইচকে আবাসনগুলিতে পাবেন প্রশস্ত জানালা ও বড় বারান্দা, ফুরফুরে বাতাসে সারাদিন ভরে থাকবে ঘর। শুধু তাই-ই নয়, ঘরের মধ্যেই ‘আউটডোর লিভিং’-এর অনুভূতি।
সাধারণ একক টাওয়ার প্রকল্পের থেকে আলাদা ‘মার্লিন ইম্পেরিয়া’ আপনার আধুনিক জীবনযাত্রার এক অনন্য ঠিকানা।
রিটেল সুবিধা: গ্রাউন্ড, প্রথম ও দ্বিতীয় তলা জুড়ে রিটেল জ়োন, যেখানে কেনাকাটা ও দৈনন্দিন প্রয়োজনীয় পরিষেবা সহজেই পাওয়া যায়।
সবুজ খোলা প্রাঙ্গণ: সুন্দরভাবে সাজানো ল্যান্ডস্কেপড ওপেন স্পেস, মাল্টি-পারপাস লন, শিশুদের খেলার জায়গা, ভাস্কর্য উদ্যান, এমনকি আড্ডা দেওয়ারও আরামদায়ক জায়গা।
কাজের বাইরে আনন্দ: ৩য় তলায় ইনডোর গেমস রুম ও ক্লাবহাউস, যা বিনোদন ও সামাজিক সমাবেশের জন্য উপযুক্ত।
পোডিয়াম স্যাংচুয়ারি: সুইমিং পুল, আধুনিক জিম, কাবানা ও ছায়াঘেরা বসার জায়গা।
ছাদের উপরে বিনোদন: ওপেন টেরেসে মাল্টি-স্পোর্টস অ্যারেনা ও মনোরম গাজেবো ডেক, যেখানে সন্ধ্যার অবসর সময় ও সূর্যাস্ত প্রাণভরে উপভোগ করতে পারবেন।
গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উপর ‘মার্লিন ইম্পেরিয়া’ এমনভাবে অবস্থিত যেখানে আপনি সহজেই এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করতে পারবেন এবং তার সঙ্গে গঙ্গার শান্ত-লিপ্ত পরিবেশকেও উপভোগ করতে পারবেন।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘মার্লিন ইম্পেরিয়া’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।