হিন্দুস্তান কপার লিমিটেড। ছবি: সংগৃহীত।
হিন্দি ভাষায় পারদর্শীদের খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথা ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।
সংস্থায় হিন্দি ট্রান্সলেটর নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে কলকাতার কর্পোরেট অফিসে। তাঁদের বেতনকাঠামো হবে মাসে ২৮,৭৪০ থেকে ৭২,১১০ টাকা। এ ছাড়া অন্য খাতেও মিলবে ভাতা।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। হিন্দিতে স্নাতকোত্তরের পাশাপাশি আবশ্যিক বিষয় হতে হবে ইংরেজি। আবার কারোর ইংরেজি স্নাতকোত্তরের সঙ্গে আবশ্যিক বিষয় হিসাবে হিন্দি থাকলেও আবেদন করতে পারবেন। প্রার্থীরা হিন্দি মাধ্যমে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হলেও আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পদ অনুযায়ী, প্রতি ভিজ়িটে নিযুক্তদের সাম্মানিক বাবদ ৩,৫০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৬,২৫০ টাকা দেওয়া হবে। এ ছাড়া বাকি সুযোগসুবিধাও মিলবে।
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। সংরক্ষিতেরা বাদে বাকিদের জন্য নির্ধারিত আবেদনমূল্য ৫০০ টাকা। এর পর লিখিত পরীক্ষা, নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে সংস্থার ওয়েবসাইট থেকে।