IBPS Exam Calendar 2026-27

আইবিপিএস-এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কোন পরীক্ষা?

নিয়োগ পরীক্ষার সূচিতে প্রিলিমিনারি এবং মেন— দু’টিরই দিনক্ষণের কথা উল্লেখ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৮:১৩
Share:

প্রতীকী চিত্র।

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আইবিপিএস-এর অধীনে যে সব পদে নিয়োগ হবে, তারই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে আইবিপিএস-এর তরফে।

Advertisement

প্রকাশিত সূচিতে, আইবিপিএস আরআরবি, ক্লার্ক (কাস্টোমার সার্ভিস অ্যাসোসিয়েট), প্রবেশনারি অফিসার(পিও), স্পেশ্যালিস্ট অফিসার (এসও) এবং রিজিয়োনাল রুরাল ব্যাঙ্ক (আরআরবি)-এর বিভিন্ন পদমর্যাদায় নিয়োগ পরীক্ষার দিন জানানো হয়েছে।

নিয়োগ পরীক্ষার সূচিতে প্রিলিমিনারি এবং মেন— দু’টিরই দিনক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। সমস্ত পরীক্ষাই হবে অনলাইনে। তবে পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনসাপেক্ষ বলেও উল্লেখ করা হয়েছে সূচিতে।

Advertisement

১। আইবিপিএস পিও প্রিলিমিনারি— ২২ এবং ২৩ অগস্ট।

২। আইবিপিএস পিও মেন— ৪ অক্টোবর।

৩। আইবিপিএস স্পেশ্যালিস্ট অফিসার প্রিলিমিনারি— ২৯ অগস্ট।

৪। আইবিপিএস স্পেশ্যালিস্ট অফিসার মেন— ১ নভেম্বর।

৫। আইবিপিএস ক্লার্ক প্রিলিমিনারি— ১০ এবং ১১ অক্টোবর।

৬। আইবিপিএস ক্লার্ক মেন— ২৭ ডিসেম্বর।

৭। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল ১ প্রিলিমিনারি— ২১ এবং ২২ নভেম্বর।

৮। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল ১ মেন— ২০ বা ২৭ ডিসেম্বর।

৯। আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট প্রিলিমিনারি— ৬, ১২ এবং ১৩ ডিসেম্বর।

১০। আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মেন— ৩০ জানুয়ারি ২০২৭।

উল্লেখ্য, দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জন্য নিয়োগ পরীক্ষার আয়োজন করে আইবিপিএস। প্রতি বছর বিভিন্ন পদে দু’টি ধাপে নিয়োগ পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement