UPSC CSE 2025 Personality Test

সিভিল সার্ভিসেস-এ ইন্টারভিউয়ের দিনক্ষণ পরিবর্তন, বিজ্ঞপ্তি প্রকাশ ইউপএসসি-র

গত বছরে ইউপিএসসি সিএসই-র ফলঘোষণা হয় ১১ নভেম্বর। প্রিলিমিনারি এবং মেন-এর পর ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন মোট ২,১৭৬ জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬
Share:

ইউপিএসসি। ছবি: সংগৃহীত।

২০২৫-এর সিভিল সার্ভিসেস পরীক্ষার (সিএসই) চূড়ান্ত পর্বের ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল গত এক মাস। আগামী ২২ জানুয়ারি ইন্টারভিউ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি পরিবর্তন করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।

Advertisement

গত বছর ইউপিএসসি সিএসই-র ফলঘোষণা হয় ১১ নভেম্বর। প্রিলিমিনারি এবং মেন-এর পর ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন মোট ২,১৭৬ জন। ৮ ডিসেম্বর থেকে বাছাই প্রার্থীদের চূড়ান্ত পর্বের ইন্টারভিউয়ের আয়োজন করা হচ্ছে।

কিন্তু ২২ জানুয়ারি নয়া দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের মহড়া চলবে। তাই সে সময় ইন্টারভিউ আয়োজন করা সম্ভব নয়। পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরের সেশনে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। যাঁদের ২২ জানুয়ারি ইন্টারভিউ ছিল, শুধুমাত্র তাঁরাই ২৭ ফেব্রুয়ারি ইন্টারভিউ দিতে যেতে পারবেন।

Advertisement

ইন্টারভিউয়ের দিন পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, জাতিগত পরিচয়ের শংসাপত্র এবং বাকি প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। উল্লেখ্য, চলতি বছরের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস এবং সিভিল সার্ভিসেস পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশের দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। কিন্তু এ সংক্রান্ত কোনও ব্যাখ্যা কমিশনের তরফে দেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement