EXIM Bank Recruitment 2026

৪০ জন শিক্ষানবিশ প্রয়োজন এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক-এ, কোন মাধ্যমে আবেদন করা যাবে?

প্রশিক্ষণ চলাকালীন বৃত্তির পরিমাণ হবে ৬৫,০০০ টাকা। ডেপুটি ম্যানেজার পদে বেতনকাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৭:৪৯
Share:

প্রতীকী চিত্র।

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এক্সিম) ব্যাঙ্কে কাজের সুযোগ। সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, ব্যাঙ্কের একটি বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। এ জন্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে শনিবার থেকেই।

Advertisement

ব্যাঙ্কে ম্যানেজমেন্ট ট্রেনি (শিক্ষানবিশ) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ৪০। তাঁদের ব্যাঙ্কিং অপারেশন্স বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের প্রথমে এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ডেপুটি ম্যানেজার পদে উন্নীত করা হবে নিযুক্তদের।

প্রশিক্ষণ চলাকালীন বৃত্তির পরিমাণ হবে ৬৫,০০০ টাকা। ডেপুটি ম্যানেজার পদে বেতনকাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা। প্রার্থীদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর এবং এমবিএ, পিজিডিবিএ, পিজিডিবিএম বা এমএমএস ডিগ্রি থাকতে হবে।

Advertisement

প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ অসংরক্ষিতদের ৬০০ টাকা এবং সংরক্ষিতদের ১০০ টাকা। আগামী ১ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement