GPAT 2026 application correction window

ফার্মাসি স্নাতকোত্তর প্রবেশিকার আবেদনপত্রে ভুল রয়েছে? সংশোধনের সুযোগ দেবে বোর্ড

চলতি বছর পরীক্ষা ৭ মার্চ। এ জন্য গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন ছিল ১২ জানুয়ারি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৫:১৫
Share:

প্রতীকী চিত্র।

ফার্মাসিতে স্নাতকোত্তরের জন্য জাতীয় স্তরে প্রবেশিকার আয়োজন করা হয় গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট (জিপ্যাট)-এর। চলতি বছরের পরীক্ষার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষে হয়ে গিয়েছে। এ বার পরীক্ষার্থীদের আবেদনপত্র সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে।

Advertisement

প্রতি বছরই জিপ্যাট-এর আয়োজন করে ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। চলতি বছরের পরীক্ষা ৭ মার্চ। এ জন্য গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন ছিল ১২ জানুয়ারি। এ বার আবেদনপত্রে ভুল সংশোধনের জন্য কিছুটা সময় দিল এনবিইএমস। পরীক্ষার্থীরা আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্রের ভুল সংশোধনের সুযোগ পাওয়া যাবে।

পরীক্ষার্থীদের আবেদনপত্রে নিজেদের শিক্ষাগত যোগ্যতা, বাড়ির ঠিকানা, জাতিগত পরিচয়-সহ বাকি তথ্য সংশোধন করতে পারবেন। জমা দেওয়া সমস্ত নথি বানান-সহ বাকি তথ্য খুঁটিয়ে দেখে নিতে হবে পরীক্ষার্থীদের। তবে আবেদনপত্রে পরীক্ষার্থীদের নাম, ই-মেল আইডি, ফোন নম্বর, পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত তথ্য পরিবর্তন করা যাবে না। যদি কেউ জাতিগত পরিচয় পরিবর্তন করেন, তা হলেও অতিরিক্ত অর্থ জমা দিতে হবে।

Advertisement

কী ভাবে আবেদনপত্র সংশোধন করবেন?

১। পরীক্ষার্থীদের natboard.edu.in-এ যেতে হবে।

২। সেখানে হোমপেজে দেওয়া ‘জিপ্যাট ২০২৬ অ্যাপ্লিকেশন কারেকশন লিঙ্ক’-এ ক্লিক করতে হবে।

৩। এর পর নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আবেদনপত্র দেখা যাবে স্ক্রিনে।

৪। পরীক্ষার্থীরা এর পর আবেদনপত্র সংশোধন করে জমা দিয়ে দিতে পারবেন।

উল্লেখ্য, ৭ মার্চ সিবিটি মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পরীক্ষা। মোট ৫০০ নম্বরের পরীক্ষায় ১২৫টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষায় উত্তর ভুল হলে কাটা যাবে নম্বরও। এর পর ফলঘোষণা করা হবে ৭ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement