Sister Nivedita University (SNU)

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ‘এসএনইউ’ নিয়ে এল ‘আন্তর্জাতিক পাথওয়ে প্রোগ্রাম’

এই কর্মসূচির অধীনে শিক্ষার্থীরা অন্তত ২ বছর বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে এক সঙ্গে দু’টি ডিগ্রি অর্জন করতে পারবেন। এর ফলে বিশ্ববাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৭:৫৯
Share:

চিত্র: সংগৃহীত

বিশ্বমানের শিক্ষাদানে আরও এক ধাপ এগিয়ে গেল ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ (এসএনইউ)। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ব্র্যাডলি ইউনিভার্সিটি’র সঙ্গে যৌথ উদ্যোগে এক বিশেষ চুক্তির মাধ্যমে তারা শুরু করল ‘ইন্টারন্যাশনাল পাথওয়ে প্রোগ্রাম’।

এই কর্মসূচির মূল লক্ষ্য হল আন্তর্জাতিক শিক্ষা বিনিময় বৃদ্ধি করা, বিশেষত ‘এসটিইএম’ (STEM), সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এবং মেডিকেল সম্পর্কিত শিক্ষার ক্ষেত্রে। ভবিষ্যতে, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপের আরও কিছু বিশ্ববিদ্যালয় এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।

এই ঐতিহাসিক ‘মৌ’ চুক্তি (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এসএনইউ’-এর আচার্য মাননীয় সত্যম রায় চৌধুরী। এ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ক্যাথি গাইলস-ডিয়াজ, আমেরিকান সেন্টারের ডিরেক্টর এলিজাবেথ লি, ব্র্যাডলি ইউনিভার্সিটির খ্যাতনামা অধ্যাপক মেরি কনওয়ে ডাটো-অন, প্রসাদ শাস্ত্রী, রাজ আয়ার, ‘এসএনইউ’-এর উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্রুপ সিইও শঙ্কু বসু, ‘এসএনইউ’-এর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সুপ্রতিম সেন, রেজিস্ট্রার অধ্যাপক সুমন চট্টোপাধ্যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ।

এই কর্মসূচির অধীনে শিক্ষার্থীরা অন্তত ২ বছর বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে এক সঙ্গে দু’টি ডিগ্রি অর্জন করতে পারবেন। এর ফলে বিশ্ববাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

‘এসএনইউ’-এর এই নতুন উদ্যোগ ‘ইন্ডাস্ট্রি ৫.০’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বমানের দক্ষ কর্মী তৈরি করতে সাহায্য করবে পাশাপাশি পশ্চিমবঙ্গকেও একটি ‘গ্লোবাল টেক হাব’ হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবে।

এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন