Rabindrautsav

রবীন্দ্রনাথের ছায়ায় সমকাল— সহায় ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণময় এক সন্ধ্যা ‘রবীন্দ্রোৎসব’

এটি শুধুই একটি অনুষ্ঠান নয়, বরং এক অন্তর্জগতের যাত্রা—যেখানে রবীন্দ্রনাথ ছিলেন দিশারি, সঙ্গী এবং আত্মার প্রতিচ্ছবি।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৭:৪৪
Share:

‘রবীন্দ্রোৎসব’ অনুষ্ঠানের একটি মুহূর্ত নিজস্ব চিত্র।

শহুরে ব্যস্ততা, সম্পর্কের টানাপোড়েন আর অন্তরের ক্লান্তিকে পাশ কাটিয়ে ২৯ জুন সন্ধেয় রবীন্দ্রসদনে খুলে গেল এক অনুভবের দরজা—যেখানে শিল্প, সাহিত্য ও আত্মদর্শন মিশে তৈরি হল এক গভীর মানবিক সংলাপ। সহায় ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল রবীন্দ্রময় সন্ধ্যা ‘রবীন্দ্রোৎসব’। তবে এটি শুধুই একটি অনুষ্ঠান নয়, বরং এক অন্তর্জগতের যাত্রা—যেখানে রবীন্দ্রনাথ ছিলেন দিশারি, সঙ্গী এবং আত্মার প্রতিচ্ছবি।

অনুষ্ঠানের প্রথম পর্বে, শ্রোতারা যেন এক অন্যরকম রবীন্দ্রনাথকে খুঁজে পেলেন—যিনি কেবল কবি নন, বরং একজন আত্মিক পথপ্রদর্শক। প্রখ্যাত শিল্পীরা, প্রমিতা মল্লিক, পূর্ণিমা ঘোষ, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শাশ্বতী গুহ ঠাকুরতা ও উপালী চট্টোপাধ্যায়—তাঁদের কণ্ঠ ও আবৃত্তির ভঙ্গিতে যেন কবিগুরুর ভাবনা, প্রেম, দ্বন্দ্ব ও মৌলিক প্রশ্নগুলিকে নতুন করে জীবন্ত করে তুললেন। যেখানে রবীন্দ্রনাথ শুধুই অতীত নন, বরং আজকের মানুষের আত্মসন্ধানী চেতনারও একটি অংশ।

দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় ‘পরিবর্তন প্রবর্তন’। এই পর্বে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, বাল্মিকী প্রতিভা, চণ্ডালিকা, রক্তকরবীর নির্বাচিত অংশ মিলিয়ে গড়ে ওঠে এক সুন্দর নৃত্যনাট্য। যেখানে, রবীন্দ্রনাথের সেই চিরকালীন বার্তাই মঞ্চে ফুটে উঠল—জীর্ণ পুরাতনকে সরিয়ে নতুনের প্রতিষ্ঠা। লাইভ মিউজ়িক ও কোরিয়োগ্রাফিতে পরিবেশিত প্রায় ৩০ জন শিল্পীর এই অনবদ্য পারফরম্যান্সে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন মৌনীতা চট্টোপাধ্যায় ও সৃজন চট্টোপাধ্যায়।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘বেঙ্গল ওয়েব সলিউশন’ এবং ডিজিটাল মিডিয়া পার্টনার ‘আনন্দবাজার ডট কম’।

‘সহায় ফাউন্ডেশন’-এর সভাপতি দেবাঞ্জন দেব আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, “রবীন্দ্রনাথের জীবন এবং যাপন নিয়েই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথের বিভিন্ন শিল্প, সাহিত্য, নাটক এবং অন্যান্য সৃষ্টি থেকেই অনুপ্রাণিত হয়ে এই অনুষ্ঠানটি মঞ্চস্থ করা হয়েছে। এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। রবীন্দ্রনাথকে কেন্দ্র করেও এই ধরনের আয়োজন কলকাতায় আগে কোনওদিন হয়নি। মানুষের জীবনশৈলীর মধ্যে কী ভাবে কবিগুরু ওতোপ্রতভাবে জড়িয়ে আছেন সেই বিষয়টিও সম্পূর্ণরূপে এই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে।”

‘রবীন্দ্রোৎসব’ শুধুই অতীতের স্মরণ নয়, বরং এক চেতনার স্পন্দন—যা দর্শকদের মধ্যে নতুন ভাবনার বীজ বপন করল। রবীন্দ্রনাথকে নিয়ে এই সন্ধ্যা যেন বলেই গেল—তিনি এখনও প্রাসঙ্গিক, তিনি এখনও প্রাণের মানুষ।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘বেঙ্গল ওয়েব সলিউশন’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন