বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং মেঘদূত রায়চৌধুরী
এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রদানকারী সংস্থা, টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং সহজ রিটেল লিমিটেড, ভারতের সবচেয়ে বড় ও বিশ্বস্ত গ্রামীণ পার্টনার নেটওয়ার্ক যারা সারা ভারতের ২.৫ লক্ষেরও বেশি গ্রামের মানুষের কাছে সরকারি ও আর্থিক পরিষেবা পৌঁছে দিতে সহায়তা করে, নিয়ে এসেছে একটি যৌথ উদ্যোগ ‘টেকনো ব্লু কলার জবস্’। এই উদ্যোগের লক্ষ্য হল গ্রামীণ ও আধা-শহরাঞ্চলের মানুষদের শিল্প-সম্পর্কিত প্রাসঙ্গিক দক্ষতা প্রদান করা।
ভারতের প্রায় ৬৫% জনসংখ্যা গ্রাম ও টিয়ার-২/৩ শহরে বসবাস করেন, ফলে বিকল্প ও স্থিতিশীল আয়ের উৎসের প্রয়োজন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ‘টেকনো-সহজ ব্লু কলার জবস্’, সাশ্রয়ী হাইব্রিড মোড প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এই সকল মানুষদের সহায়তা করছে, যা আজকের পরিবর্তনশীল চাকরির বাজারের জন্য গুরুত্বপূর্ণ।
টেকনো ইন্ডিয়া গ্রুপের চিফ ইনোভেশন অফিসার ও এক্সিকিউটিভ ডিরেক্টর মেঘদূত রায়চৌধুরী বলেন, “টেকনো ইন্ডিয়া গ্রুপে আমরা বিশ্বাস করি, সত্যিকারের উদ্ভাবন তখনই সম্ভব যখন তা সবচেয়ে প্রয়োজনীয় বিষয়ের উপর প্রভাব ফেলে। ‘টেকনো-সহজ ব্লু কলার জবস্’-এর মাধ্যমে আমরা অঙ্গীকার নিয়েছি দক্ষতাভিত্তিক কর্মসংস্থান সেই সকল মানুষদের কাছে পৌঁছে দিতে যারা মূল অর্থনৈতিক ধারার বাইরে থেকে যান। সহজ-এর সঙ্গে হাত মিলিয়ে আমরা শহর ও গ্রামের ব্যবধান কমিয়ে দিচ্ছি এবং এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলছি যেখানে ভারতের প্রতিটি প্রান্ত থেকে উঠে আসা প্রতিভা প্রয়োজনীয় সাহায্য পাবেন জীবনে সফল হওয়ার জন্য।”
সহজ রিটেল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, “ভারতের যুবসমাজের মধ্যে অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু গ্রামীণ অঞ্চলের অনেকেই, বিশেষ করে কৃষিনির্ভর পরিবারগুলির সদস্যরা, আজকের চাকরির বাজারে টিকে থাকার জন্য তাদের দক্ষতা অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ থেকে বঞ্চিত হন। এই উদ্যোগের মাধ্যমে সহজ প্রতিশ্রুতিবদ্ধ বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করে এই মানুষদেরকে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে।”
এই উদ্যোগটি বিশেষভাবে সাহায্য করবে:
• বেকার, অল্প কর্মরত বা স্কুলছুট তরুণ-তরুণীদের
• আর্থিকভাবে স্বনির্ভর হতে আগ্রহী এমন মহিলাদের
• পরিবারকে সহায়তা করার জন্য দ্বিতীয় উপার্জনের উৎস খুঁজছেন এমন ব্যক্তিদের
এই প্রোগ্রামের মূল বৈশিষ্ট্যগুলি হল:
• চাহিদাসম্পন্ন বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত প্রশিক্ষণ
• নারীদের জন্য ঘরে বসে শেখার সুযোগ ও উপার্জনের সুবিধা
• প্লেসমেন্টের ব্যবস্থা করা ও চাকরির উপযোগীতা বিষয়ক সার্টিফিকেশন
• স্বল্প খরচে বিভিন্ন কোর্সের সুবিধা
টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং সহজ রিটেল লিমিটেড, ‘টেকনো-সহজ ব্লু কলার জবস্’- উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, দক্ষ ও আর্থিকভাবে স্থিতিশীল ভারত নির্মাণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।