পুরনো নোট বদলের সময়সীমা ৩০ জুন

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী ২০০৫ সালের আগে তৈরি পুরনো নোট বদলে নেওয়ার সময়সীমা ৩০ জুন। কালো টাকা ও জাল নোট ঠেকাতে এ ধরনের সব নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে শীর্ষ ব্যাঙ্ক। কারণ পুরনো নোটের পিছন দিকে লেখা থাকে না, সেটি কবে ছাপা হয়েছে। তুলনায় নতুন নোটে ছোট হরফে নীচের সারির মাঝখানে লেখা থাকে কোন বছরে সেটি ছাপা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০৩:০৩
Share:

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী ২০০৫ সালের আগে তৈরি পুরনো নোট বদলে নেওয়ার সময়সীমা ৩০ জুন। কালো টাকা ও জাল নোট ঠেকাতে এ ধরনের সব নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে শীর্ষ ব্যাঙ্ক। কারণ পুরনো নোটের পিছন দিকে লেখা থাকে না, সেটি কবে ছাপা হয়েছে। তুলনায় নতুন নোটে ছোট হরফে নীচের সারির মাঝখানে লেখা থাকে কোন বছরে সেটি ছাপা হয়েছে।

Advertisement

সব নোটই যেহেতু বদলাতে হবে, তাই এই তালিকায় ৫০০ ও ১,০০০ টাকার নোট-ও থাকবে। তবে এ নিয়ে অযথা আতঙ্কিত না-হওয়ার আর্জি জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কারণ, পুরনো নোট আইনগত ভাবে বৈধই থাকছে। তা বদল করলে পুরো মূল্যই পাওয়া যাবে। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা কাছাকাছি যে-কোনও ব্যাঙ্কের শাখায় বদলে নেওয়া যাবে।

Advertisement


শাখা সংস্থা খুলে আনুষ্ঠানিক ভাবে ভারতে পা রাখল ইতালীয় বাইক নির্মাতা ডুকাতি।
এনেছে দু’টি স্ক্র্যাম্বলার বাইকও। উদ্বোধনে সংস্থা-কর্তা রবি আভালুর এবং পিয়ের-ফ্রান্সেস্কো স্ক্যালজো (বাঁ দিক থেকে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন