নয়া অর্থবর্ষে বৃদ্ধি ৭% ছাড়াবে, দাবি আর্থিক সচিবের

আগামী অর্থবর্ষে বৃদ্ধি ৭% ছাড়াবে বলে দাবি করলেন আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস। তাঁর যুক্তি, নোট বাতিলের ফলে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, আগামী বছর তার প্রভাব থাকবে না। আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ অবাধ বাণিজ্যর ক্ষেত্রে রক্ষণশীল মনোভাব নিলেও বেশিদিন স্থায়ী হবে না তা-ও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৩২
Share:

আগামী অর্থবর্ষে বৃদ্ধি ৭% ছাড়াবে বলে দাবি করলেন আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস। তাঁর যুক্তি, নোট বাতিলের ফলে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, আগামী বছর তার প্রভাব থাকবে না। আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ অবাধ বাণিজ্যর ক্ষেত্রে রক্ষণশীল মনোভাব নিলেও বেশিদিন স্থায়ী হবে না তা-ও।

Advertisement

শনিবার বণিকসভা ফিকির এক অনুষ্ঠানে শক্তিকান্ত বলেন, শিল্পমহলের উচিত ধৈর্য ধরে পরিস্থিতির দিকে নজর রাখা। অর্থমন্ত্রী অরুণ জেটলির সুরেই তাঁর দাবি, ‘‘বিশ্ব জুড়ে টালমাটাল অর্থনীতি। কিন্তু ভারতের ভিত যথেষ্টই মজবুত।’’ শিল্পমহলকে লগ্নির আহ্বান জানিয়ে অর্থ সচিব অশোক লাভাসার দাবি, ‘‘বেসরকারি লগ্নির স্বার্থেই সরকার চুক্তি-চাষ সংক্রান্ত নতুন বিল আনতে চলেছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement