অস্ট্রেলিয়ার প্রকল্প নিয়ে আশা আদানি গোষ্ঠীর

অনেক ব্যাঙ্ক ঋণ দেওয়া থেকে সরে দাঁড়ানোর পরে এ বার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কয়লা প্রকল্পের সঙ্গে যুক্ত রেল লাইন গড়তে সেখানকার সরকারের কাছেই ঋণের আবেদন করল আদানি গোষ্ঠী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০৩:২৩
Share:

অনেক ব্যাঙ্ক ঋণ দেওয়া থেকে সরে দাঁড়ানোর পরে এ বার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কয়লা প্রকল্পের সঙ্গে যুক্ত রেল লাইন গড়তে সেখানকার সরকারের কাছেই ঋণের আবেদন করল আদানি গোষ্ঠী।

Advertisement

নর্দার্ন অস্ট্রেলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি-র থেকে এই ঋণ চেয়েছে ভারতীয় সংস্থাটি। তাদের আবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন অস্ট্রেলিয়ার খনিমন্ত্রী ম্যাথু কানাভান। তবে ঠিক কত ঋণ তারা চেয়েছে, তা জানাননি তিনি। সংশ্লিষ্ট সূত্রের খবর, সেই অঙ্ক প্রায় ৫০০ কোটি অস্ট্রেলীয় ডলার।

প্রসঙ্গত, দীর্ঘ পাঁছ বছর আইনি লড়াইয়ের পরে সম্প্রতি এই কয়লা খনির সঙ্গে যুক্ত ৩১.৫ কিমি রেল প্রকল্পের চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে সংস্থা। ফলে সেখানকার সরকারের কাছ থেকে খনির কাজ শুরুর প্রয়োজনীয় সব ছাড়পত্রই এসেছে তাদের ঝুলিতে। তবে বহু ব্যাঙ্কই ঋণ দিতে অস্বীকার করায় প্রকল্পের অর্থের জোগাড় পুরোপুরি করে উঠতে পারেনি সংস্থা। এখনও পর্যন্ত ১,৬৫০ কোটি ডলারের প্রকল্পটি নিয়ে আর্থিক পরিকল্পনাও ঘোষণা করেনি গৌতম আদানির সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement