ক্রেতার খোঁজে চিন্তা ধার ভাগেরও

এয়ার ইন্ডিয়া (এআই) বিলগ্নিকরণের আগে সংস্থার ঋণ ঢেলে সাজার পরিকল্পনা করেছে কেন্দ্র। ক্রেতার বোঝা কমাতে প্রায় ৫০ হাজার কোটি টাকা ঋণের একাংশ একটি আলাদা সংস্থা গড়ে সেখানে গচ্ছিত রাখা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০৩:৩৯
Share:

এয়ার ইন্ডিয়া (এআই) বিলগ্নিকরণের আগে সংস্থার ঋণ ঢেলে সাজার পরিকল্পনা করেছে কেন্দ্র। ক্রেতার বোঝা কমাতে প্রায় ৫০ হাজার কোটি টাকা ঋণের একাংশ একটি আলাদা সংস্থা গড়ে সেখানে গচ্ছিত রাখা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হা। বলেছেন, ঋণ দু’টি অংশে ভাগ হবে। একটিতে থাকবে সেই অঙ্ক, যা ফেরত পাওয়া সম্ভব। আর একটি অংশ শোধ হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে কেন্দ্র। ওই পরিমাণ ঋণকেই নতুন সংস্থার হাতে দেওয়া হবে, জানান সিন্‌হা। লগ্নিকারী খোঁজার পথ কিছুটা সহজ করতেই এই সিদ্ধান্ত বলে ইঙ্গিত শিল্পমহলেরও।

Advertisement

মন্ত্রী এ সম্পর্কে বিশদে কিছু না বললেও সংশ্লিষ্ট সূত্রের খবর, বিমান পরিবহণে যুক্ত নয়, এমন সম্পদ ও ৩০ হাজার কোটি পর্যন্ত স্বল্প মেয়াদি ঋণ আলাদা সংস্থার হাতে তুলে দেওয়া হবে। গত বছরেই এআই বিলগ্নিকরণে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সম্প্রতি বিমান পরিবহণ সচিব রাজীব চৌবে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ জন্য দরপত্র চাইবে কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement