গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উপস্থিতিতে সার্কিট বেঞ্চের এই উদ্বোধন হবে। সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতা ফেরার কথা মমতার।
সিঙ্গুরে রবিবার সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার ২৪ ঘণ্টা আগে সেই সিঙ্গুরেই সভা করতে চলেছে শাসকদল তৃণমূল। বড়া তেলের মোড়ে সভা হবে তৃণমূলের। মূল উদ্যোক্তা সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। মোদীর সভার আগে সিঙ্গুরের সভা থেকে তৃণমূল কী বলে সেই খবরে নজর থাকবে।
রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসছেন। করবেন জনসভা। রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা দফায় দফায় সিঙ্গুরের সভাস্থল এবং সভার প্রস্তুতি পরিদর্শন করছেন। মালদহের মতো সিঙ্গুরেও একটি প্রশাসনিক এবং একটি রাজনৈতিক সভা হবে। প্রশাসনিক মঞ্চ থেকে ৮৩০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
চলতি জেলাসফরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। বেশির ভাগ জেলায় জনসভা করলেও বহরমপুরে অভিষেকের রোড শো করার কথা। এর আগে উত্তর দিনাজপুরের ইটাহারে রোড শো করেছিলেন তিনি। অভিষেকের কর্মসূচির খবরে নজর থাকবে আজ।
নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের অবস্থা সঙ্কটজনক হলেও আপাতত নতুন করে অবনতি ঘটেনি। তবে তাঁদের মধ্যে এক জন এখনও ভেন্টিলেশনে রয়েছেন। অন্য জনকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। যদিও তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। রাজ্যে নতুন করে নিপায় কেউ আক্রান্ত হননি বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে ওই দুই নার্স কাদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের খুঁজে বার করে পরীক্ষা করার কাজও চলছে। বেশ কয়েক জনের পরীক্ষা করা হয়েছে ইতিমধ্যেই। তবে এখনও কারও শরীরে নিপা ভাইরাসের হদিস মেলেনি। আজ নিপা ভাইরাস সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
আজ মালদহে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক এবং রাজনৈতিক, দু’রকম কর্মসূচিই থাকছে মোদীর এই মালদহ সফরে। দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী যাবেন মালদা টাউন রেলওয়ে স্টেশনে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন সেখান থেকে। মালদা টাউন স্টেশনের কর্মসূচি সেরে দুপুর ১টা ৪৫ মিনিটে পৌঁছোবেন প্রশাসনিক সভামঞ্চে। সেখান থেকে ৩২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। প্রশাসনিক কর্মসূচি সেরে মোদী যাবেন রাজনৈতিক সভার মঞ্চে। আগামী কাল হুগলি জেলার সিঙ্গুরেও তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি থাকছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্রই ফের তাপমাত্রা বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। তার পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়তে পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে আসবে কিনা তা এখনও জানা যায়নি। এই বিতর্কের মধ্যে ক্রিকেট মাঠে আজ প্রথম মুখোমুখি হচ্ছে দুই দেশ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে লড়াই ভারত ও বাংলাদেশের। বৈভব সূর্যবংশীদের ম্যাচ কি বিতর্ক থেকে দূরে থাকতে পারবে? খেলা শুরু দুপুর ১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার পর থেকে বিতর্ক ক্রমশ বাড়ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তাদের নিজেদের দেশেও চলছে বিতর্ক। বাংলাদেশ সরকারের অর্থ কমিটির সদস্য নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তাঁকে যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ বোর্ড। কিন্তু তার আগে ক্রিকেটারদের বয়কটে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনও ম্যাচ হয়নি। থাকছে এই বিতর্কের সব খবর।
মেয়েদের আইপিএলে আজ আবার নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের সামনে আরও এক বার ইউপি ওয়ারিয়র্স। গত ম্যাচে ইউপি-র কাছে হারতে হয়েছিল হরমনপ্রীত কৌরের মুম্বইকে। হরলীন দেওল একাই জিতিয়েছিলেন ইউপি-কে। আজ কি বদলা নিতে পারবে মুম্বই? এই ম্যাচ বিকেল ৩টে থেকে। আজ আরও একটি ম্যাচ রয়েছে। মুখোমুখি দিল্লি এবং বেঙ্গালুরু। অর্থাৎ লড়াই জেমাইমা রদ্রিগেজ় এবং স্মৃতি মন্ধানার। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।