পাইলটদের একাংশের হুমকি, বৈঠকে এয়ার ইন্ডিয়া পর্ষদ

জেটের আলোচনা: আগামী ২৭ অগস্ট প্রথম ত্রৈমাসিকের ফল ঘোষণার কথা বিবেচনার জন্য বৈঠকে বসবে জেট এয়ারওয়েজ়ের পরিচালন পর্ষদ। এর আগে মাসের শুরুতে তা পিছোনো হয়। খরচ কমাতে ছোট বিমান লিজে দেওয়া-সহ নানা বিকল্পও খতিয়ে দেখছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০৪:৩৪
Share:

প্রতীকী ছবি।

অবিলম্বে উড়ান ভাতা না দিলে শুক্রবার কাজ বন্ধের হুমকি দিয়েছেন এয়ার ইন্ডিয়ার পাইলটদের একাংশ। তাঁদের দাবি, জুনের ভাতা এখনও দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে এ দিন বৈঠকে বসল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির পর্ষদ। বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে অবশ্য মুখ খোলেনি তারা। শোনা যাচ্ছে জানানো হতে পারে কিছু ঋণ মকুবের আর্জি। বিক্রি ব্যর্থ হওয়ার পরে ভেসে থাকতে আপাতত যার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।

Advertisement

জেটের আলোচনা: আগামী ২৭ অগস্ট প্রথম ত্রৈমাসিকের ফল ঘোষণার কথা বিবেচনার জন্য বৈঠকে বসবে জেট এয়ারওয়েজ়ের পরিচালন পর্ষদ। এর আগে মাসের শুরুতে তা পিছোনো হয়। খরচ কমাতে ছোট বিমান লিজে দেওয়া-সহ নানা বিকল্পও খতিয়ে দেখছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement