ভিডিওকনের স্পেকট্রাম কিনছে এয়ারটেল

গত অক্টোবরে টেলিকম সংস্থাগুলিকে নিজেদের মধ্যে স্পেকট্রাম কেনাবেচায় সায় দিয়েছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তের সুযোগ নিয়ে এ বার ভিডিওকনের স্পেকট্রাম কিনে নিচ্ছে ভারতী এয়ারটেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০৩:২৭
Share:

গত অক্টোবরে টেলিকম সংস্থাগুলিকে নিজেদের মধ্যে স্পেকট্রাম কেনাবেচায় সায় দিয়েছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তের সুযোগ নিয়ে এ বার ভিডিওকনের স্পেকট্রাম কিনে নিচ্ছে ভারতী এয়ারটেল।

Advertisement

বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জে এয়ারটেল জানিয়েছে, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ (পূর্ব), উত্তরপ্রদেশ (পশ্চিম), গুজরাত— দেশের এই ছ’টি সার্কেলে ভিডিওকনের হাতে থাকা ১৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের স্পেকট্রাম কিনবে তারা, যা ৪জি পরিষেবা দিতে উপযোগী। খরচ হবে ৪,৪২৮ কোটি টাকা। এই লেনদেনের ফলে টেলিকম পরিষেবা থেকে আপাতত সরে যাচ্ছে ভিডিওকন গোষ্ঠী, যদি না নতুন করে তারা নিলামে অংশ নেয়। ওই স্পেকট্রাম ভিডিওকনের হাতে এসেছিল ২০১৩-এর এপ্রিলে। এবং তার মেয়াদ রয়েছে ২০৩২-এর ১৮ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে অনিল অম্বানীর রিলায়্যান্স কমিউনিকেশন্স এমটিএস ও এয়ারসেলের স্পেকট্রাম-সহ ব্যবসা কিনে নেওয়ার কথা জানিয়েছিল।

Advertisement

এয়ারটেল জানিয়েছে, স্পেকট্রাম কিনতে ভিডিওকনের সঙ্গে চুক্তি করেছে তারা। গুজরাত ও উত্তরপ্রদেশ (পশ্চিম) সার্কেলে ভিডিওকনের স্পেকট্রাম ৩,৩১০ কোটি টাকায় কেনার কথা নভেম্বরে জানিয়েছিল আইডিয়া। কিন্তু বুধবার দুই সংস্থার সম্মতিতে সেই চুক্তি খারিজ হয়। পর দিনই ওই দুই সার্কেল-সহ মোট ৬ সার্কেলের স্পেকট্রাম কেনার কথা জানাল এয়ারটেল। বিশেষজ্ঞদের মতে, ভিডিওকনের স্পেকট্রাম কিনতে বাড়তি দর দিয়েছে এয়ারটেল। কারণ, দেশের সব সার্কেলে ৪জি স্পেকট্রাম আছে রিলায়্যান্স জিও-র। রিলায়্যান্স কমিউনিকেশন্স, ভোডাফোন, আইডিয়াও পূর্ণ উদ্যমে দৌড়ে নামার ইঙ্গিত দিয়েছে। ফলে এই প্রতিযোগিতায় সকলকে টেক্কা দিতেই স্পেকট্রাম কেনার এই পদক্ষেপ করেছে এয়ারটেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন