গ্রিসকে সাহায্যে বেসরকারি প্রয়াস

সরকারি খরচ কমানো, কর বাড়ানোর শর্তে ত্রাণ প্রকল্প মেনে নিতে নারাজ গ্রিসের বামপন্থী প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। এ ব্যাপারে জনগণের মতামত জানতে রবিবারের গণভোটের প্রস্তুতি এখন চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ১৯:৫৪
Share:

প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। ছবি: রয়টার্স।

সরকারি খরচ কমানো, কর বাড়ানোর শর্তে ত্রাণ প্রকল্প মেনে নিতে নারাজ গ্রিসের বামপন্থী প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। এ ব্যাপারে জনগণের মতামত জানতে রবিবারের গণভোটের প্রস্তুতি এখন চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এর মধ্যেই প্রায় দেউলিয়া গ্রিসকে বাঁচাতে বেসরকারি উদ্যোগে তহবিল সংগ্রহ শুরু হয়েছে গত পাঁচ দিন ধরেই, যার মধ্যে প্রথম সারিতে রয়েছে অনলাইন মারফত তহবিল সংগ্রহের সংস্থা ইন্ডিগোগো। ১৬০ কোটি ইউরো সংগ্রহ করতে প্রচার চালাচ্ছে তারা। এর মধ্যেই তাতে বিপুল সাড়া মিলছে বলে দাবি সংস্থার। শুক্রবার সংগ্রহের অঙ্ক ছাড়িয়েছে ১৩০লক্ষ ইউরো। প্রতি ঘণ্টায়ই আসছে হাজার হাজার ইউরো। ১৬৭টি দেশ ও অঞ্চল এই খাতে সাহায্য করছে, যার মধ্যে প্রথম স্থানে রয়েছে ব্রিটেন, দ্বিতীয় জার্মানি। গণভোটের আগে সংগ্রহের লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারে কি না, সেটাই এখন দেখার।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন