ছাঁটাই হওয়া কর্মীদের একাধিক আর্থিক সুযোগ সুবিধা দেবে ই-কমার্স সংস্থা অ্যামাজ়ন। — প্রতীকী ছবি।
১৪ হাজার কর্পোরেট কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে অ্যামাজ়ন। চাকরি হারানো কর্মচারীদের অবশ্য খালি হাতে দরজা দেখাচ্ছে না এই বহুজাতিক ই-কমার্স সংস্থা। বরখাস্তের সময়ে বেশ কিছু আর্থিক সুযোগ-সুবিধা পাবেন তাঁরা। এই নিয়ে ইতিমধ্যেই অ্যামাজ়নের মানবসম্পদ বা এইচআর (হিউম্যান রিসোর্স) দফতর থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে ছাঁটাই হওয়া কর্মীদের কত দিনের বেতন দেওয়া হবে, তা স্পষ্ট করা হয়েছে।
মার্কিন ই-কমার্স সংস্থাটির মানবসম্পদ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাঁটাই হওয়া কর্মীরা ৯০ দিনের পূর্ণ বেতন এবং তার সঙ্গে থাকা আনুষাঙ্গিক আর্থিক সুবিধাগুলি পাবেন। বরখাস্ত হওয়া যে সমস্ত কর্মী চাকরি বদল করবেন, তাঁদের একটি বিচ্ছেদ প্যাকেজ, স্বাস্থ্য বিমা এবং কেরিয়ার সহায়তা পরিষেবা দেবে অ্যামাজ়ন। এ ছাড়া সংস্থার ভিতরে এবং বাইরে সংশ্লিষ্ট চাকরিহারাদের কোনও ভাবে জীবিকার সুবিধা করে দেওয়া যায় কি না, সেটাও খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
উল্লেখ্য, অ্যামাজ়নের ছাঁটাইয়ের কোপে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের খুচরো বিপণিগুলিতে সর্বাধিক দেখতে পাওয়া যাবে বলে জানিয়েছে একাধিক পশ্চিমি গণমাধ্যম। একটি সূত্রকে উদ্ধৃত করে ‘বিজ়নেস ইনসাইডার’ লিখেছে, ইতিমধ্যেই সাড়ে সাত হাজার কর্মীকে বরখাস্তের নোটিস ধরিয়েছে এই বহুজাতিক মার্কিন ই-কমার্স সংস্থা। এরা সকলেই খুচরো বিপণি, ই-কমার্স, মানবসম্পদ এবং লজিস্টিক বিভাগে কর্মরত ছিলেন।
সম্প্রতি ছাঁটাই নিয়ে কর্মীদের একটি বার্তা পাঠান অ্যামাজ়নের মানবসম্পদ বিভাগের প্রধান বেথ গ্যালেটি। সেখানে বরখাস্তের বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনি। কর্তৃপক্ষের দাবি, ব্যবসায়িক কর্মদক্ষতা এবং কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। সূত্রের খবর, বিশ্বব্যাপী মোট কর্মী সংখ্যার ১০ শতাংশ পর্যন্ত কমাতে পারে এই বহুজাতিক ই-কমার্স।
অ্যামাজ়নের কর্মীদের ৮০ শতাংশই সংস্থার খুচরো ব্যবসার সঙ্গে জড়িত। বাকিদের বিজ্ঞাপন, নিয়োগ, আর্থিক পরিষেবা, বিভিন্ন রকমের ডিভাইস এবং গ্রাহক অভিযোগের ডেস্কে মোতায়েন রেখেছে সংশ্লিষ্ট সংস্থা। ছাঁটাইয়ের জেরে মার্কিন সংস্থাটির অডিয়োবুক এবং পডকাস্ট দফতরে কর্মী সংখ্যা মারাত্মক ভাবে কমবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী দিনে আরও কর্মী কমাতে পারে তারা। সে ক্ষেত্রে বরখাস্তের সংখ্যা ৩০ হাজারে পৌঁছোনোর আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে।