এ বার আনন্দের বিপণি কল্যাণীতে

এ দিন বিকেলে বিপণির উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বহু মানুষ হাজির হন। প্রথম দিনেই বিপণিতে উপচে পড়ে ভিড়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শঙ্করপ্রসাদ ভট্টাচার্য এ দিন বইয়ের টানেই এসেছিলেন অনুষ্ঠানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০৬:০১
Share:

সানন্দে: প্রথম দিনেই উপচে পড়ল ভিড়। কল্যাণীতে। নিজস্ব চিত্র

সিগনেট ও আনন্দ প্রকাশনীর বইয়ের খোঁজে আর বাইরে যেতে হবে না কল্যাণীর বাসিন্দাদের। শহরের ২ নম্বর বাজার সংলগ্ন বি-৭/৩৬ এ এখন থেকে মিলবে ওই দুই প্রকাশনীর সব বই। রবিবার কল্যাণীতে আনন্দ প্রকাশনীর নতুন বিপণির উদ্বোধন করলেন কথাসাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী।

Advertisement

এ দিন বিকেলে বিপণির উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বহু মানুষ হাজির হন। প্রথম দিনেই বিপণিতে উপচে পড়ে ভিড়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শঙ্করপ্রসাদ ভট্টাচার্য এ দিন বইয়ের টানেই এসেছিলেন অনুষ্ঠানে। তিনি জানান, আনন্দ-র বিপণি আছে কৃষ্ণনগরে। কল্যাণী এখন শিক্ষানগরী হিসেবে পরিচিত। এতগুলি বিশ্ববিদ্যালয়-সহ প্রচুর শিক্ষাপ্রতিষ্ঠান আছে শহরে। পাঠকের অভাব নেই। বইয়েরও চাহিদা রয়েছে। অনেকদিন ধরেই শহরের বাসিন্দাদের খেদ ছিল, কেন আনন্দ বিপণি নেই এখানে। শহরের আস্ত একটা আনন্দ বিপণি তাঁদের কাছে এখন বড় প্রাপ্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement