সাধারণ ট্যাক্সির নিয়ম মানবে অ্যাপ ট্যাক্সিও

অ্যাপের সাহায্যে ট্যাক্সি পরিষেবা দেওয়া ওলা, উবেরের মতো সংস্থাগুলিকেও সাধারণ ট্যাক্সির নিয়মের আওতায় আনতে চায় কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ সচিব বিজয় ছিব্বর বলেন, শুধুমাত্র তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল পরিষেবার যুক্তি দিয়ে নিজেদের নিয়ম-কানুনের ঊর্ধ্বে রাখার চেষ্টা করা উচিত নয় এই সংস্থাগুলির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০৩:১৯
Share:

অ্যাপের সাহায্যে ট্যাক্সি পরিষেবা দেওয়া ওলা, উবেরের মতো সংস্থাগুলিকেও সাধারণ ট্যাক্সির নিয়মের আওতায় আনতে চায় কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ সচিব বিজয় ছিব্বর বলেন, শুধুমাত্র তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল পরিষেবার যুক্তি দিয়ে নিজেদের নিয়ম-কানুনের ঊর্ধ্বে রাখার চেষ্টা করা উচিত নয় এই সংস্থাগুলির। বরং তাদেরও সাধারণ ট্যাক্সির মতোই নিয়ন্ত্রণ করা উচিত। আর সেই লক্ষ্যে কেন্দ্র শীঘ্রই নতুন নির্দেশিকা জারি করবে বলে জানান তিনি। যার ফলে রাজ্যগুলি নিজেরাই এই সংক্রান্ত আইন তৈরি করতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement