Visa Problem Of Pak-Origin Cricketers

টি২০ বিশ্বকাপের আগে বিতর্ক বাড়ছে! পাক বংশোদ্ভূত চার ক্রিকেটারের ভারতে আসার ভিসা না পাওয়া নিয়ে জল্পনা

পাকিস্তানে জন্ম নেওয়া চার ক্রিকেটার আলি খান, শায়ন জাহাঙ্গির, মহম্মদ মহসিন ও এহসান আদিল বর্তমানে আমেরিকার হয়ে খেলেন। তাঁরা এখনও ভারতে খেলতে আসার ভিসা পাননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১০:৫৭
Share:

পাকিস্তানে জন্মালেও আমেরিকার হয়ে ক্রিকেট খেলেন আলি খান। ছবি: এক্স।

সত্যিই কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতে পারবেন না পাক-বংশোদ্ভূত ক্রিকেটারেরা? এখনও পর্যন্ত যা খবর, তাতে পাকিস্তানে জন্ম নেওয়া ক্রিকেটারেরা ভারতে খেলতে আসার ভিসা পাননি। একটি রিপোর্টে অবশ্য দাবি করা হয়েছে, তাঁদের ভিসার আবেদন খারিজ করে দেওয়া হয়নি। তাঁদের ভিসা দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে সব মিলিয়ে বিশ্বকাপের আগে বিতর্ক আরও বাড়ছে।

Advertisement

পাকিস্তানে জন্ম নেওয়া চার ক্রিকেটার আলি খান, শায়ন জাহাঙ্গির, মহম্মদ মহসিন ও এহসান আদিল বর্তমানে আমেরিকার হয়ে খেলেন। গ্রুপ পর্বে ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধেই ভারতের প্রথম ম্যাচ। আপাতত শ্রীলঙ্কায় বিশ্বকাপের প্রস্তুতি সারছে আমেরিকা। সেখানেই একটি রেস্তরাঁয় বসে খাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আলি। তিনি লেখেন, “ভিসা পাইনি, কিন্তু ম্যাচ জেতার আনন্দে খাচ্ছি।”

তার পরেই এক সংবাদমাধ্যমে দেওয়া ভিডিয়োবার্তায় আলি বলেন, “হ্যাঁ, পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটারকে ভারতের ভিসা দেওয়া হয়নি। তার মানে আমাদের বিশ্বকাপে খেলা অনিশ্চিত।” এই চার ক্রিকেটার পাকিস্তানে জন্মালেও বর্তমানে তাঁরা আমেরিকার নাগরিক। কিন্তু ভারতের ভিসা নীতি অনুযায়ী, ভিসার আবেদন করতে হলে জন্ম নেওয়া দেশের পাসপোর্ট ব্যবহার করতে হয়। অর্থাৎ, চার ক্রিকেটারকে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদন করতে হয়েছে। সেখানেই সমস্যা হচ্ছে।

Advertisement

এর আগে ২০১৯ সালে পাক বংশোদ্ভূত সিকন্দর ও সাকিব জ়ুলফিকর এবং ২০২৩ সালে শিরাজ আহমেদ ভারতে খেলতে আসার ভিসা পাননি। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা, ২০২৪ সালে ইংল্যান্ডের রেহান আহমেদ ও শোয়েব বশিরেরও ভিসা পেতে সমস্যা হয়েছিল। তাঁরাও পাক বংশোদ্ভূত। এ বারের বিশ্বকাপে আমেরিকা ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, নেপাল, কানাডা, ইংল্যান্ড, জ়িম্বাবোয়ে ও নেদারল্যান্ডসে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। তাঁদেরও ভিসা পেতে সমস্যা হতে পারে।

তবে তার মধ্যেই ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, পাক বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার আবেদন খারিজ করা হয়নি। আধিকারিকেরা ভিসা দেওয়ার আগে সব দিক খতিয়ে দেখছেন। মঙ্গলবার শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় দূতাবাসে চার ক্রিকেটারকে ডেকে পাঠানো হয়েছিল। তাঁদের কাছে আরও কিছু নথি চাওয়া হয়েছে। ভারতীয় দূতাবাস সমস্ত বিষয় বিদেশ মন্ত্রককে জানিয়েছে। বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পেলেই চার ক্রিকেটারকে ভিসা দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement