অভিযোগ মুছতে পুরনো ফোনেও গতির ব্যবস্থা

সোমবার অ্যাপল জানাল, এই ‘আইওএস ১২’ সফটওয়্যার আগের সংস্করণের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০২:০৯
Share:

বার্তা: কর্ণধার টিম কুক। ছবি: এএফপি

নতুন আই ফোন বিক্রির জন্য ইচ্ছে করে পুরনো মডেলের ফোনের গতি কমানোর অভিযোগ উঠেছে অ্যাপলের বিরুদ্ধে। মার্কিন সংস্থাটি তা স্বীকারও করেছে। আর এ বার তাদের সফটওয়্যারের নতুন সংস্করণ এনে সেই পুরনো ফোনেরই গতি বাড়ানোর পরিকল্পনার কথা জানাল তারা। সোমবার অ্যাপল জানাল, এই ‘আইওএস ১২’ সফটওয়্যার আগের সংস্করণের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করবে।

Advertisement

অভিযোগ ছিল নির্দিষ্ট সময়ের পরে ইচ্ছে করে পুরনো আই ফোনের গতি কমায় অ্যাপল। সংস্থাটির দাবি, বহু ব্যবহারে ব্যাটারি ক্ষয় পায়। তাই ফোন যাতে বেশি দিন চলে, তা নিশ্চিত করতেই তা করা হয়। যদিও অনেকের মতে, নতুন ফোন বিক্রির জন্যই ইচ্ছে করে গতি কমায় সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement