Business

Iphone 14: ভারতেই দ্রুত আই ফোন-১৪ উৎপাদন

চিন থেকে যন্ত্রাংশ এনে ভারতে চেন্নাইয়ের কারখানায় সেগুলি জুড়ে আই ফোন-১৪ উৎপাদনের বিষয়টি খতিয়ে দেখছে তাইওয়ানের ফক্সকন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ০৭:২৪
Share:

প্রতীকী ছবি।

সেপ্টেম্বরে বাজারে আসার কথা অ্যাপলের আই ফোনের নতুন মডেলের। তার এক মাসের মাথাতেই অক্টোবরে ভারতে সেই আই ফোন-১৪-এর উৎপাদন শুরু করতে চায় আমেরিকার সংস্থাটি। মূলত চিনে পণ্য তৈরিতে নির্ভরশীলতা কমানোই তাদের লক্ষ্য। এখন এ দেশে চুক্তির মাধ্যমে কিছু মডেলের আই ফোন তৈরি করে অ্যাপল। কিন্তু নতুন ফোনের ক্ষেত্রে তা বাজারে আসার পরে এখানে তৈরি হতে ৬-৯ মাস সময় লাগে।

Advertisement

আমেরিকার সংস্থাটি মুখ না-খুললেও, সূত্র জানাচ্ছে চিন থেকে যন্ত্রাংশ এনে ভারতে চেন্নাইয়ের কারখানায় সেগুলি জুড়ে আই ফোন-১৪ উৎপাদনের বিষয়টি খতিয়ে দেখছে তাইওয়ানের ফক্সকন। যারা চুক্তির ভিত্তিতে আই ফোন তৈরি করে। সেই সঙ্গে এ দেশে আই প্যাড তৈরির কথাও বিচার করে দেখছে অ্যাপল।

সংশ্লিষ্ট মহলের মতে, শুল্ক যুদ্ধ, চিনের সংস্থাকে কালো তালিকাভুক্ত করা নিয়ে বেজিং-এর সঙ্গে আমেরিকার টানাপড়েন তো ছিলই। তার পরে করোনার জেরে দীর্ঘ দিন ধরে কড়াকড়ি চলায় চিনে মার খেয়েছে কল-কারখানার উৎপাদন। যার জের পড়েছে বিভিন্ন সংস্থার উপরে, যাদের অধিকাংশই বিভিন্ন পণ্য ও যন্ত্রাংশ উৎপাদনের জন্য বেজিং-এর উপরে নির্ভরশীল। এ দিকে সম্প্রতি তাইওয়ান নিয়ে নতুন করে বিতণ্ডা শুরু হয়েছে দু’দেশের মধ্যে। এই সব কারণে এখন অন্যান্য দেশে পা রাখছে সংস্থাগুলি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন