আধার আইনে বদলের ইঙ্গিত অর্থমন্ত্রীর

নতুন আইন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করার পথ এখনও খোলা রয়েছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে কেন্দ্র তা আদৌ করবে কি না, তা নিয়ে কিছু বলেননি তিনি। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ০১:৪৫
Share:

নতুন আইন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করার পথ এখনও খোলা রয়েছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে কেন্দ্র তা আদৌ করবে কি না, তা নিয়ে কিছু বলেননি তিনি।

Advertisement

আধার মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল সিমের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। শনিবার এক অনুষ্ঠানে জেটলির দাবি, সার্বিক ভাবে আধার আইনের বাস্তবতাকে স্বীকৃতি দিয়েছে সর্বোচ্চ আদালত। তিনি বলেন, ‘‘চুক্তির ক্ষেত্রে আধারের ব্যবহার বাতিল হয়েছে। কিন্তু আইন করে এখনও তা করা সম্ভব।’’

সরকারি সূত্রের খবর, অনেক বেসরকারি সংস্থার কাছে গ্রাহকদের আধার নম্বর রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের ফলে তাদের তা মুছে ফেলতে হবে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে হবে কেন্দ্রকেও। আর তা না হলে তার আইনি স্বীকৃতি দিতে হবে। সেই সূত্রেই কেন্দ্র নতুন আইনের কথা ভাবতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement