গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
সিরিজ়ে এগিয়ে রয়েছে ভারত। লখনউয়ে জিততে পারলেই সিরিজ় পকেটে। তাই বোধহয় খোশমেজাজে রয়েছে ভারতীয় দল। বুধবার লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে দলের সকলে মিলে দেখতে গেলেন সদ্য মুক্তি পাওয়া ছবি ‘ধুরন্ধর’।
সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, লখনউয়ের একটি প্রেক্ষাগৃহে গিয়েছেন সূর্যকুমার যাদবেরা। একে একে ঢুকছেন ক্রিকেটারেরা। সঙ্গে রয়েছেন কোচ গৌতম গম্ভীর, সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, বোলিং কোচ মর্নি মর্কেল ও ফিল্ডিং কোচ টি দিলীপ। দলের বাকি সাপোর্ট স্টাফেরাও গিয়েছিলেন ছবি দেখতে। গম্ভীরকে দেখা যায়, হাসিমুখে প্রেক্ষাগৃহে ঢুকছেন। সাধারণত, এতটা হাসি তাঁর মুখে দেখা যায় না। গম্ভীরকে দেখেই বোঝা যাচ্ছে, ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় দল।
ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হাসতে হাসতে জিতেছে ভারত। তবে দু’টি ক্ষেত্রে চিন্তা এখনও কাটেনি। তা হল অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমন গিলের ফর্ম। দু’জনেই রানে নেই। তা নিয়ে অবশ্য দল বেশি চিন্তা করছে না। সতীর্থ অভিষেক শর্মা জানিয়েছেন, ভারতকে বিশ্বকাপ জেতাবেন শুভমন ও সূর্য। তবে যদি লখনউ ও অহমদাবাদে দুই ব্যাটার রান না পান, তা হলে সমালোচনা আরও বাড়বে।
ধর্মশালায় জসপ্রীত বুমরাহ ও অক্ষর পটেলকে পায়নি ভারত। বুমরাহের পরিবারের এক সদস্য গুরুতর অসুস্থ। তাই তড়িঘড়ি বাড়ি ফিরেছেন তিনি। বাকি দুই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। বুমরাহের পরিবর্ত হিসাবে নেমে ভাল খেলেছেন হর্ষিত রানা। অক্ষর অসুস্থ হওয়ায় খেলেননি। বাকি দুই ম্যাচেও তিনি খেলবেন না। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে বাংলার অলরাউন্ডার শাহবাজ় আহমেদকে।