Jasprit Bumrah

বুমরাহের পরিবারে খারাপ খবর! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি দুই টি-টোয়েন্টিতে ভারতীয় পেসারের খেলার সম্ভাবনা প্রায় নেই

রবিবার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে বাড়ি ফিরেছেন জসপ্রীত বুমরাহ। বাকি দুই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৫
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

জসপ্রীত বুমরাহ আপাতত মুম্বইয়ে নিজের বাড়িতে রয়েছেন। রবিবার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে বাড়ি ফিরেছেন তিনি। বাকি দুই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। কী হয়েছে বুমরাহের পরিবারে?

Advertisement

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বুমরাহের পরিবারের এক সদস্য গুরুতর অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেই খবর পেয়ে সময় নষ্ট না করে তড়িঘড়ি বাড়ি ফিরেছেন বুমরাহ। কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে চান তিনি। ওই সদস্য বুমরাহের কে হন, তা অবশ্য জানা যায়নি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সিনিয়র আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, ওই সদস্য বুমরাহের খুব কাছের। তাই এই সময় তিনি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পেসারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে দল ও বোর্ড।

বুধবার লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। সেই ম্যাচে বুমরাহকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। পরিবারের ওই সদস্য কেমন রয়েছেন, তার উপরেই ভারতীয় পেসারের ফেরা নির্ভর করছে। ওই আধিকারিক বলেন, “যদি সব ঠিক থাকে, তবেই বুমরাহ চতুর্থ বা পঞ্চম টি-টোয়েন্টির আগে দলে ফিরবে। তবে এখনও ওর কাছে পরিবার আগে। তাই বুমরাহ বাড়িতে রয়েছে।”

Advertisement

বুমরাহ না খেললেও ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হাসতে হাসতে জিতেছে ভারত। সিরিজ়ে ২-১ এগিয়ে সূর্যকুমার যাদবেরা। বুধবার লখনউয়ে ম্যাচ জিতলেই সিরিজ় জিতে যাবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আর দু’মাসও বাকি নেই। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবে ভারত। এই সাতটি ম্যাচে বিশ্বকাপের প্রস্তুতি সেরে ফেলতে হবে তাদের। তাই এখন প্রতিটি ম্যাচ সূর্যকুমারদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement