Home Loans

ঋণে কাহিল মধ্যবিত্ত, দাবি সুদ ছাঁটাইয়ের

কোভিডের আগে গৃহঋণে গড় সুদ ছিল ৬.২৫%। এখন তা পৌঁছেছে ৮.৭৫ শতাংশে। এই তথ্য তুলে ধরেই সুদ কমিয়ে গৃহঋণের বোঝা হালকা করার দাবি জানিয়েছে নারেডকো।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ০৬:৫৯
Share:

—প্রতীকী চিত্র।

আবাসনের, বিশেষত আমজনতার সাধ্যের মধ্যে থাকা দামের ফ্ল্যাট-বাড়িগুলির (অ্যাফর্ডেবল হাউসিং) বিক্রিতে জ্বালানি জোগাতে নতুন সরকারের কাছে নীতি সংস্কারের দাবি জানাল আবাসন শিল্প। চাহিদা বৃদ্ধির তাগিদে চাইল ক্রেতাদের জন্য কর ছাড়ের সুবিধাও। তাদের সংগঠন নারেডকোর প্রেসিডেন্ট জি হরি বাবুর প্রস্তাব, ‘‘গৃহঋণের প্রথম ২০ বা ২৫ লক্ষ টাকায় প্রথম পাঁচ বছরের জন্য ৫% সুদের সুবিধা দেওয়া যেতে পারে।’’

কোভিডের আগে গৃহঋণে গড় সুদ ছিল ৬.২৫%। এখন তা পৌঁছেছে ৮.৭৫ শতাংশে। এই তথ্য তুলে ধরেই সুদ কমিয়ে গৃহঋণের বোঝা হালকা করার দাবি জানিয়েছে নারেডকো। যাতে সাধারণ মানুষ সহজে সাধ্যের ফ্ল্যাট-বাড়ি কিনতে পারেন। তাদের বার্তা, ‘‘আমরা চাই মাসিক কিস্তির বাড়তে থাকা পরিমাণ কমাতে নির্দিষ্ট পদক্ষেপ করুক কেন্দ্র। সাধ্যের ফ্ল্যাটের জন্য দেওয়া ঋণে সুদ কমিয়ে স্বস্তি দেওয়ার আর্জি জানাচ্ছি। যা বিশেষ করে মধ্যবিত্তের জন্য অত্যন্ত বেশি খরচসাপেক্ষ হয়ে গিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন