গাড়ির যন্ত্রাংশ বেশি যাচ্ছে মার্কিন মুলুকে

ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি-কারীদের সংগঠনটি জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে আমেরিকায় ২৯ কোটি ডলারের (প্রায় ২,০৩০ কোটি টাকা) গাড়ি যন্ত্রাংশ রফতানি করেছে ভারত। আগের বছরের একই সময়ের তুলনায় ২৩.৮% বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৪৯
Share:

ছবি: সংগৃহীত।

মার্চ থেকেই বাণিজ্য যুদ্ধের দামামা বাজিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চড়া শুল্ক বসিয়েছেন অ্যালুমিনিয়াম, ইস্পাতে। রফতানি নিয়ে ক্রমাগত তোপ দেগেছেন চিন, ভারত-সহ বিভিন্ন দেশকে। এর মধ্যেই ইইপিসি-র পরিসংখ্যান জানাল, জুনে ভারত থেকে গাড়ি যন্ত্রাংশ সবচেয়ে বেশি রফতানি হয়েছে আমেরিকায়।

Advertisement

ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি-কারীদের সংগঠনটি জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে আমেরিকায় ২৯ কোটি ডলারের (প্রায় ২,০৩০ কোটি টাকা) গাড়ি যন্ত্রাংশ রফতানি করেছে ভারত। আগের বছরের একই সময়ের তুলনায় ২৩.৮% বেশি।

ইইপিসি-র চেয়ারম্যান রবি সহগল বলেন, শুল্ক যুদ্ধের আবহে লগ্নিকারীদের মধ্যে দেশের গাড়ি রফতানি বৃদ্ধি নিয়ে সংশয় ছিল। কিন্তু মার্কিন মুলুকে প্রায় ২৪% রফতানি বৃদ্ধিই প্রমাণ করে যে, আদতে বাণিজ্য যুদ্ধের প্রভাব দেশের গাড়ি যন্ত্রাংশ ক্ষেত্রের উপর পড়েনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন