কমবে গাড়ি ঋণের খরচ, আশা শিল্পের

আরবিআই-এর সুদের হার কমানোর সিদ্ধান্তের পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) সুদ কমানোর জেরে গাড়ি ঋণের ক্ষেত্রেও সুদের হার কিছুটা কমবে বলেই সংশ্লিষ্ট মহলে আশা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৭
Share:

আরবিআই-এর সুদের হার কমানোর সিদ্ধান্তের পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) সুদ কমানোর জেরে গাড়ি ঋণের ক্ষেত্রেও সুদের হার কিছুটা কমবে বলেই সংশ্লিষ্ট মহলে আশা।

Advertisement

মঙ্গলবার আরবিআই-এর রেপো রেট কমানোর সিদ্ধান্তকে সার্বিক ভাবে স্বাগত জানিয়েছে গাড়ি শিল্প মহল। তাদের মতে, এটি উৎসবের মরসুমের মুখে ‘উপহার’। তবে যতক্ষণ না এসবিআই-এর মতো অন্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলি সুদের হার কমাবে, ততক্ষণ গাড়ি কেনার খরচ কমবে না বলে আগেই জানিয়েছিলেন গাড়ি শিল্পর সংগঠন সিয়াম-এর ডিজি বিষ্ণু মাথুর। তাই তারা তাকিয়ে অন্য ব্যাঙ্কগুলি কী সিদ্ধান্ত নেয় তার দিকেই। মহীন্দ্রা গোষ্ঠীর কর্তা প্রবীণ শাহ-ও বলেছেন, ‘‘যদি আরবিআই-এর মতো অন্য ব্যাঙ্কগুলিও সেই হারে সুদের হার কমায় তা হলে গাড়ি ব্যবসায় তা বাড়তি গতি আনবে।

আরবিআই-এর সিদ্ধান্তকে ‘পুজোর উপহার’ বলে অভিহিত করে হুন্ডাই মোটর ইন্ডিয়া-র অন্যতম শীর্ষ কর্তা রাকেশ শ্রীবাস্তব জানিয়েছেন, ৬৫% ক্রেতাই ঋণ নিয়ে গাড়ি কেনেন। এবং বছরের অন্য সময়ের চেয়ে এই মরসুমে গাড়ি বিক্রি ১৫-২০% বাড়ে। ফলে সুদের হার কমলে স্বাভাবিক ভাবেই গাড়ি কেনার খরচ কমবে। ফলে বিক্রি বাড়বে বলে তাঁদের আশা। একই সুর হিরোমোটো কর্পের সিএমডি পবন মুঞ্জলেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement