আশায় কাঁটা কাজের অভাবও

গত বছরের কঠিন সময় পেরিয়ে নতুন অর্থবর্ষে ব্যবসা বৃদ্ধির আশা করছে গাড়ি শিল্প। কিন্তু তাদের চিন্তায় রাখছে কাজের অভাব। এ ছাড়া রয়েছে বড় শহরে গাড়ি কেনার চাহিদা কমা, কাঁচামালের দাম বাড়ার সমস্যা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০৩:১৮
Share:

গত বছরের কঠিন সময় পেরিয়ে নতুন অর্থবর্ষে ব্যবসা বৃদ্ধির আশা করছে গাড়ি শিল্প। কিন্তু তাদের চিন্তায় রাখছে কাজের অভাব। এ ছাড়া রয়েছে বড় শহরে গাড়ি কেনার চাহিদা কমা, কাঁচামালের দাম বাড়ার সমস্যা।

Advertisement

মঙ্গলবার গাড়ি শিল্পের সংগঠন সিয়াম জানিয়েছে, ২০১৭-’১৮ সালে বিক্রি বৃদ্ধির হার ছিল ৭.৮৯%। নতুন বছরে ব্যবসার সম্ভাবনার সঙ্গে চিন্তার কথাও জানিয়েছে তারা। সিয়াম বলেছে, একটি সমীক্ষা অনুযায়ী মার্চে দেশে বেকারত্বের হার ছিল ৬.২৩%। এটা গাড়ির চাহিদায় কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চিন্তায় তারা। সঙ্গে যোগ হয়েছে, গাড়ি তৈরির খরচ বৃদ্ধি ও ঋণে চড়া সুদ। আরবিআইয়ের সমীক্ষা অনুয়ায়ী, দেশের প্রথম সারির শহরে ক্রেতাদের আস্থাও কমছে।

নোট বাতিল ও তড়িঘড়ি জিএসটি চালু হওয়ায় গত বছর ধাক্কা খেয়েছিল গাড়ি শিল্প। সিয়ামের দাবি, সরকারি নীতির অস্থিরতাও সমস্যা বাড়িয়েছে। সিয়ামের ডিজি বিষ্ণু মাথুর জানান, যাত্রী গাড়ির অর্ধেক আগে প্রথম সারির ২০টি শহরে বিক্রি হলেও, গত কয়েক বছরে সেখানে বৃদ্ধির হার কমছে। তিনি বলেন, ‘‘আধা ও ছোট শহরে বিক্রি বাড়ছে।’’

Advertisement

তবে রুপোলি রেখাও দেখছেন তাঁরা। যেমন, ৭.৫% বৃদ্ধির পূর্বাভাস। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকার আশা। ভাল বর্ষার জেরে গ্রামে চাহিদা বাড়ার সম্ভাবনা। আর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মীদের ভাল বেতন বৃদ্ধির আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন