Bank Fraud

লাখ টাকার টোপ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া! অজান্তে অর্থ পাচার চক্রে জড়়াচ্ছে তরুণ প্রজন্ম

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কোটি কোটি টাকা পাচার করছে প্রতারকের দল। কী ভাবে কাজ করে এই চক্র?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৭:১৪
Share:

—প্রতীকী ছবি।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে প্রতারণা। এর মাধ্যমে পাচার করা হচ্ছে কোটি কোটি অর্থ! মূলত কমবয়সি ছেলেমেয়েরাই হচ্ছে এর শিকার। অজান্তে জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন তাঁরা। আর তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য আবশ্যিক ভাবে গোপন রাখার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কও।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, গত কয়েক বছরে সারা দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার প্রবণতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে প্রতারকের দল। এর জন্য মোটা অঙ্কের টাকার টোপ দিতেও পিছপা নয় তারা।

এখন প্রশ্ন হল, কী এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া? একটি উদাহরণের সাহায্যে পুরো ব্যাপারটি বুঝে নেওয়া যেতে পারে। রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্কের সমস্ত গ্রাহকের একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। এই ধরনের কোনও ব্যক্তিকে মোটা টাকার লোভ দেখিয়ে তাঁর অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে প্রতারকেরা। অর্থাৎ, কাগজে-কলমে অ্যাকাউন্টটি সংশ্লিষ্ট গ্রাহকের কিন্তু সেখানে যাবতীয় লেনদেন পরিচালনা করবে অন্য কেউ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিতে সাধারণত দু’ধরনের টোপ দিয়ে থাকে প্রতারকের দল। প্রথমত, সংশ্লিষ্ট অ্যাকাউন্টে লেনদেনের এক থেকে পাঁচ শতাংশ গ্রাহকের হাতে তুলে দেবে তারা। কেউ কেউ আবার এককালীন টাকার বিনিময়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যকে ভাড়া দিয়ে থাকেন।

তদন্তকারীদের দাবি, দিনে কোটি টাকা লেনদেনের ক্ষেত্রে এক লক্ষ বা ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়ার টোপ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে জালিয়াতেরা। কোনও কোনও ক্ষেত্রে ২০ হাজার টাকা অগ্রিম পর্যন্ত দিয়ে থাকে তারা। চাকরি চলে যাওয়া বা হাসপাতালের বিল মেটানোর কথা বলেও অনেক সময় অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নেওয়ার ঘটনা ঘটেছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নেওয়ার নেপথ্যে রয়েছে দু’টি কারণ। প্রথমত, স্টক মার্কেট জালিয়াতদের দল এটি খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। দ্বিতীয় শ্রেণিতে রয়েছে অনলাইন গেমের সঙ্গে যুক্তেরা। আয়কর ফাঁকি দিতে অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement