Fixed Deposit Interest

এক মাসে দ্বিতীয় বার সুদ কমাল পিএনবি, স্থায়ী আমানতে সংশোধিত হার ঘোষণা স্টেট ব্যাঙ্কের

চলতি বছরের এপ্রিলের পর মে মাসেও স্থায়ী আমানতে সুদের হার হ্রাস করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। অন্য দিকে স্থায়ী আমানতের সংশোধিত সুদের হার ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১২:৪১
Share:

—প্রতীকী ছবি।

ফের স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজ়িট বা এফডি) সুদের হার হ্রাস করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি। তিন কোটি টাকার কম লগ্নিতে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে এই রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান। ১ মে থেকে নতুন নিয়মে এফডিতে সুদ পাবেন গ্রাহকেরা। চলতি বছরের এপ্রিলে স্থায়ী আমানতে সুদের হার হ্রাস করে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এক মাসের মধ্যে ফের একই সিদ্ধান্ত নিল দেশের অন্যতম বড় এই সরকারি আর্থিক প্রতিষ্ঠান।

Advertisement

এফডিতে সুদের হার হ্রাস করা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে পিএনবি কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতে গ্রাহকেরা ৩.৫ থেকে ৭.১ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। ৩৯০ দিনের এফডিতে মিলবে সর্বোচ্চ সুদ, যা ৭.১ শতাংশ।

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অবশ্য সুদের হার সামান্য বেশি রেখেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শীর্ষকর্তারা। পাঁচ বছরের স্থায়ী আমানতে ৬০ থেকে ৮০ বছর বয়সিরা পাবেন অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট। পাঁচ বছরের বেশি সময়ের জন্য এফডি করলে ৮০ বেসিস পয়েন্ট সুদ বেশি পাবেন তাঁরা। অর্থাৎ, এই বয়সসীমার প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতে সুদের হার দাঁড়াবে ৪ এবং ৭.৬ শতাংশ।

Advertisement

৮০ ঊর্ধ্ব বা সুপার সিনিয়র সিটিজ়েনদের সুদের হার আরও বেশি। পাঁচ বছরের এফডিতে তাঁরা পাবেন ৪.৩ শতাংশ সুদ। পাঁচ বছরের বেশি সময়ের জন্য স্থায়ী আমানতে লগ্নি করলে সুদের হার বেড়ে দাঁড়াবে ৭.৯ শতাংশ।

পিএনবির মতোই এফডিতে সংশোধিত সুদের হার ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এক থেকে দুই বছরের মেয়াদে স্থায়ী আমানতে সাধারণ গ্রাহকেরা ৬.৮ শতাংশের বদলে পাবেন ৬.৭ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৩ থেকে ৭.২ শতাংশে নামিয়ে এনেছে এসবিআই। একই ভাবে দুই থেকে তিন বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে নতুন সুদের হার যথাক্রমে ৬.৯ এবং ৭.৪ শতাংশ করেছে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement