Bank

ব্যাঙ্কে চাই নিরাপত্তা, রাজ্যকে চিঠি

কেন্দ্রের বক্তব্য, সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে দেখা গিয়েছে, কিছু সমাজবিরোধীর হাতে বিঘ্নিত হচ্ছে ব্যাঙ্ক কর্মীদের নিরাপত্তা। তাঁদের মৌখিক এবং শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। বিঘ্নিত হয়েছে কাজ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ০৮:০১
Share:

নিরাপত্তা বৃদ্ধির দাবি তুলে পরিচালন কর্তৃপক্ষের উপরে চাপ বাড়িয়েছে কর্মী সংগঠনগুলি। —প্রতীকী চিত্র।

গত কয়েক দিনে একাধিক বার ব্যাঙ্কের শাখায় কর্মীদের আক্রান্ত হওয়ার খবর এসেছে। তার পরে নিরাপত্তা বৃদ্ধির দাবি তুলে পরিচালন কর্তৃপক্ষের উপরে চাপ বাড়িয়েছে কর্মী সংগঠনগুলি। তার ভিত্তিতে এ বার নড়েচড়ে বসল কেন্দ্র। আজ অর্থ মন্ত্রকের অধীনে থাকা আর্থিক পরিষেবা দফতরের সচিব এম নাগারাজু এ ব্যাপারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লিখেছেন। বলেছেন, ব্যাঙ্ক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে তাঁদের অভিযোগের ভিত্তিতে।

কেন্দ্রের বক্তব্য, সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে দেখা গিয়েছে, কিছু সমাজবিরোধীর হাতে বিঘ্নিত হচ্ছে ব্যাঙ্ক কর্মীদের নিরাপত্তা। তাঁদের মৌখিক এবং শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। বিঘ্নিত হয়েছে কাজ। এই আক্রমণের হাত থেকে মহিলা কর্মীরাও বাদ যাননি। ঘটনাগুলি ঘটেছে ব্যাঙ্ক চত্বরের ভিতরে। যার বিরূপ প্রভাব পড়ছে কর্মীদের মনোবলের উপরে। অতএব দৈনন্দিন আর্থিক চাহিদা মেটানো এবং আর্থিক কর্মকাণ্ডকে সচল রাখার জন্য ব্যাঙ্ক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন