Bank Strike

পাঁচ দিন কাজের দাবি, পর পর দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! পরিষেবা শিকেয় ওঠার আশঙ্কা

ধমর্ঘটের আগের দু’দিন মাসের চতুর্থ শনিবার এবং রবিবার হওয়ায় আদতে ব্যাঙ্কে কাজ হবে না টানা চার দিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৭
Share:

২৪ ও ২৫ মার্চ দেশ জুড়ে দু’দিনের ধর্মঘট ডাকলেন ব্যাঙ্কের কর্মী-অফিসারেরা। —প্রতীকী চিত্র।

ব্যাঙ্কে খালি পদে নিয়োগ, সপ্তাহে পাঁচ দিন কাজ-সহ একাধিক দাবিতে ২৪ ও ২৫ মার্চ দেশ জুড়ে দু’দিনের ধর্মঘট ডাকলেন ব্যাঙ্কের কর্মী-অফিসারেরা। ধমর্ঘটের আগের দু’দিন মাসের চতুর্থ শনিবার এবং রবিবার হওয়ায় আদতে ব্যাঙ্কে কাজ হবে না টানা চার দিন। ১৪ ফেব্রুয়ারি থেকে নানা স্থানে বিক্ষোভ সমাবেশও করবেন কর্মী অফিসারেরা।

ব্যাঙ্ক সংগঠনগুলির যৌথ ফোরাম ইউএফবিইউ-এর আহ্বায়ক সুদীপ দত্ত,
ব্যাঙ্ক কর্মীদের সংগঠন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগরের দাবি, দীর্ঘ দিন ব্যাঙ্কে বহু পদ খালি। অনেকবার বললেও কর্তৃপক্ষ নিয়োগ করছেন না। পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়ে ধর্মঘট ডাকা হয়েছে। আইডিবিআই ব্যাঙ্কে কমপক্ষে ৫১% শেয়ার কেন্দ্রের হাতে রাখার দাবিও জানান তাঁরা।

ব্যাঙ্ক অফিসারদের দুই সংগঠন আইবকের রাজ্য সম্পাদক শুভজ্যোতি
চট্টোপাধ্যায় এবং এআইএনবিওএফ-এর সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের তোপ, পাঁচ দিনের সপ্তাহের জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ-র সঙ্গে ইউনিয়নগুলির চুক্তি হয়েছিল। কিন্তু তা কেন্দ্রের গড়িমসিতে তা এখনও কার্যকর হয়নি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পর্ষদে অফিসার ও কর্মীদের প্রতিনিধি নিয়োগও বহু দিন বন্ধ। দ্রুত তা করার দাবি জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন