পাকড়াও ডায়মন্ড পাওয়ারের তিন কর্তা

তাঁর দুই ছেলে অমিত ও সুমিতকেও ধরা হয়েছে, যাঁরা সংস্থার ডিরেক্টর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ০৪:০৫
Share:

প্রতীকী ছবি।

বেআইনি ভাবে ব্যাঙ্ক ঋণ হস্তগত করে তা ফেরত না দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার কর্ণধাররা। সিবিআই এবং গুজরাতের জঙ্গি দমন বাহিনী যৌথ অভিযান চালিয়ে রাজস্থানের উদয়পুর থেকে মঙ্গলবার গভার রাতে গ্রেফতার করে প্রোমোটার সুরেশ নারায়ণ ভাটনগরকে। তাঁর দুই ছেলে অমিত ও সুমিতকেও ধরা হয়েছে, যাঁরা সংস্থার ডিরেক্টর।

Advertisement

প্রসঙ্গত, বিরোধী কংগ্রেস আগেই অভিযোগ এনেছে, সংস্থাটি বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ। সংস্থার অন্যতম ডিরেক্টর অমিত ভাটনগরের সঙ্গে তোলা মোদীর ছবিও প্রকাশ করে তারা।

বৈদ্যুতিক কেব্‌ল ও যন্ত্র তৈরির সংস্থা বডোদরার ডায়মন্ড পাওয়ার ২০০৮ সালে ১১টি ব্যাঙ্কের জোটের কাছে বেআইনি ভাবে ঋণ নেয় বলে অভিযোগ। ২০১৬-র ২৯ জুন পর্যন্ত হিসেবে বকেয়া ২,৬৫৪.৪০ কোটি।

Advertisement

নিউপাওয়ারের সিএফও-কে জেরা: আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি-সিইও চন্দা কোছরের স্বামী দীপক কোছরের সংস্থা নিউপাওয়ার রিনিউয়েব্‌লসের সিএফও সুনীল ভুটাকে বুধবার দিল্লির সদর দফতরে জেরা করল সিবিআই। ব্যাঙ্কটি থেকে ভিডিয়োকন গোষ্ঠীকে ৩২৫০ কোটি টাকা ঋণ ‘পাইয়ে দেওয়া’ ও তার একাংশ দীপকের সংস্থায় দেওয়ার অভিযোগ ইতিমধ্যেই উঠেছে।

কেন্দ্রের আর্জি: পিএনবি-কাণ্ডে অভিযুক্ত সংস্থা ও ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইবুনালে গেল কেন্দ্র। অভিযুক্ত সংস্থার রাশ বদল ও ক্ষতি হওয়া অর্থ উদ্ধারের ক্ষমতা চেয়েছে কোম্পানি বিষয়ক মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন