April Bank Holidays 2025

সংক্রান্তি-পয়লা বৈশাখের গেরোয় টানা চার দিন ছুটি! এপ্রিলে বাংলায় মোট ক’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ মিলিয়ে এপ্রিলে টানা চার দিন ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা। নতুন আর্থিক বছরের (পড়ুন ২০২৫-’২৬) প্রথম মাসে ব্যাঙ্ক খোলা থাকার তালিকা প্রকাশ করেছে আরবিআই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১২:৫০
Share:

—প্রতীকী ছবি।

চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের মধ্যে কোন তারিখে ব্যাঙ্ক খোলা? কোন দিনই বা বন্ধ? এই নিয়ে গ্রাহকদের মনে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। সংশয় দূর করতে এপ্রিলের গোড়াতেই রাজ্যের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তালিকা অনুযায়ী, সংক্রান্তি এবং বাংলা নববর্ষ মিলিয়ে এপ্রিলের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে মোট ছ’দিন ছুটি পাবেন বাংলার ব্যাঙ্ককর্মীরা।

Advertisement

নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। এ ছাড়া প্রতি রবিবার ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। এপ্রিলের সংক্রান্তি এবং পয়লা বৈশাখের সপ্তাহে টানা চার দিন ছুটি পাবেন তাঁরা। তার মধ্যে দু’দিন দ্বিতীয় শনিবার এবং রবিবার পড়ে গিয়েছে। কোন কোন তারিখে ব্যাঙ্ক বন্ধ থাকবে এই প্রতিবেদনে রইল তার হদিস।

এপ্রিলে ব্যাঙ্ককর্মীদের টানা চার দিন ছুটি শুরু হবে ১২ তারিখ থেকে। মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ওই দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। পরের দিন, অর্থাৎ ১৩ এপ্রিল রবিবার। ১৪ তারিখ চৈত্র সংক্রান্তি পালন করে আমবাঙালি। ওই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে কর্মীরা সংক্রান্তির জন্য ছুটি পাবেন না। অম্বেডকর জয়ন্তীতে ছুটি পাবেন তাঁরা।

Advertisement

একই ভাবে ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। পরবর্তী ছুটি ১৮ এপ্রিল। ওই দিন দেশ জুড়ে পালিত হবে গুড ফ্রাইডে। এ ছাড়া এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের ১০ তারিখ মহাবীর জয়ন্তী থাকায় ওই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকার কথা জানিয়ে দিয়েছে আরবিআই।

পাশাপাশি, ৬, ২০ এবং ২৭ এপ্রিল রবিবার এবং ২৬ এপ্রিল চতুর্থ শনিবার হওয়ার কারণে এই তারিখগুলিতেও ব্যাঙ্ককর্মীরা ছুটি পাবেন। সব মিলিয়ে নতুন আর্থিক বছরের (পড়ুন ২০২৫-’২৬) প্রথম মাসে বাংলায় মোট ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement