GST

রিটার্ন জমায় বড় বদল, জিএসটি নিয়মে একাধিক পরিবর্তন করল কেন্দ্র

জিএসটিআর ১, ৩বি, ৪, ৫, ৫এ, ৬, ৭, ৮ এবং ৯ ফর্ম নতুন ব্যবস্থার আওতায় আসবে বলে জানানো হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ০৭:২২
Share:

রিটার্ন জমায় নিয়মানুবর্তিতাও বাড়াতে চান জিএসটি কর্তৃপক্ষ। —প্রতীকী চিত্র।

পণ্য-পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থায় একগুচ্ছ সংশোধনের কথা জানাল জিএসটি নেটওয়ার্ক। সম্প্রতি তারা বলেছে, নতুন ব্যবস্থায় রিটার্ন জমার শেষ তারিখের পরে তিন বছর পার হয়ে গেলে আর তা জমা দেওয়া যাবে না। এই ব্যবস্থা অগস্টের রিটার্ন থেকেই চালু হবে। উল্লেখ্য, কোনও মাসের মাসের জিএসটি লেনদেনের রিটার্ন জমা দিতে হয় পরের মাসে।

জিএসটিআর ১, ৩বি, ৪, ৫, ৫এ, ৬, ৭, ৮ এবং ৯ ফর্ম নতুন ব্যবস্থার আওতায় আসবে বলে জানানো হয়েছে। পণ্য সরবরাহ সংক্রান্ত রিটার্ন ছাড়াও কর মেটানো, সূত্রে কর আদায় (টিসিএস) এবং বার্ষিক রিটার্ন, সমস্ত ক্ষেত্রেই নতুন ব্যবস্থা প্রযোজ্য হবে।

এ ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে সংশোধন করা হয়েছে। যার অধীনে এখন থেকে প্রতি মাসে জিএসটি মেটানো সংক্রান্ত যে জিএসটিআর-৩বি ফর্ম জমা দিতে হয়ে, সেটিতে কোনও পরিবর্তন করতে পারবেন না সংশ্লিষ্ট ব্যবসায়ী। ব্যবসার পরিমাণের উপর ভিত্তি করে কর-সহ বিভিন্ন তথ্য ওই ফর্মে নিজে থেকেই পূরণ (অটো-পপুলেটেড) হবে। এ ক্ষেত্রেও নতুন ব্যবস্থা অগস্ট থেকেই কার্যকর হবে।

বিশেষজ্ঞদের মতে, জিএসটি-র সঠিক তথ্য যাতে রিটার্নে উঠে আসে, তা নিশ্চিত করা নতুন ব্যবস্থার লক্ষ্য।রিটার্ন জমায় নিয়মানুবর্তিতাও বাড়াতে চান জিএসটি কর্তৃপক্ষ। এই সব নির্দেশকে স্বাগত জানিয়েও সংশ্লিষ্ট মহলের একাংশের অবশ্য মত, অনেক সময়ে নানা রকম মামলা বা ভুলের জন্যও রিটার্ন জমায় দেরি হয়। সেই সব ক্ষেত্রে যোগ্য কারণ থাকলেও, ভুগতে হবে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন