US China Tariff War

ট্রাম্পের হাতে উত্থান, পতনও ট্রাম্পের ‘হাতে’! চিনের সঙ্গে শুল্ক-যুদ্ধে বিটকয়েনের বাজারে হাহাকার

আমেরিকা-চিন শুল্ক-যুদ্ধের প্রভাবে রক্তাক্ত ক্রিপ্টো মুদ্রার বাজার। লাফিয়ে লাফিয়ে নেমেছে বিটকয়েনের দর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৩
Share:

—প্রতীকী ছবি।

আমেরিকা-চিন শুল্ক-যুদ্ধের প্রভাবে ধরাশায়ী বিটকয়েন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রাটির দাম পড়েছে ৩.৬ শতাংশ। চলতি সপ্তাহে দর আরও নামতে পারে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা। বিটকয়েনের পাশাপাশি ইথার এবং সোলানের মতো ডিজ়িটাল মুদ্রার সূচককেও নিম্নমুখী হতে দেখা গিয়েছে।

Advertisement

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি বিটকয়েনের দাম কমে ৯৮ হাজার ১৯৯ ডলারে নেমে আসে। দিনশেষে ভারতীয় মুদ্রায় এই ক্রিপ্টো মুদ্রাটির দাম দাঁড়ায় ৮৬ লক্ষ ৫২ হাজার ১১৬ টাকা। এ দিন আমেরিকার লগ্নিকারীরা বিটকয়েনের বাজার থেকে তুলে নেন ২,৩৫০ লক্ষ ডলার। ফলে ডিজ়িটাল মুদ্রাটির দর হু হু করে পড়ে যায়। সিএমই গ্রুপের ডেরিভেটিভস এক্সচেঞ্জে বিটকয়েনের দাম চার শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে।

গত বছরের নভেম্বেরের নির্বাচনে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতেই ক্রিপ্টো মুদ্রার বাজারে ওঠে ঝড়। বিটকয়েন-সহ যাবতীয় ডিজ়িটাল মুদ্রার দর লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে।

Advertisement

ভোটে জেতার কিছু দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের জন্য ক্রিপ্টো মুদ্রার বিশাল ভান্ডার গড়ে তোলার কথা ঘোষণা করেন ট্রাম্প। শুধু তা-ই নয়, নিজের নামে একটি ডিজ়িটাল মুদ্রা বাজারেও নিয়ে আসেন তিনি।

নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত বিটকয়েন-সহ ক্রিপ্টো মুদ্রাগুলির দামের সূচক ঊর্ধ্বমুখীই ছিল। কিন্তু গত মাসের ২০ তারিখ প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর চিনের সঙ্গে শুল্ক-যুদ্ধে নামেন ট্রাম্প। বেজিঙের যাবতীয় পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি।

পাল্টা মার্কিন সামগ্রীর উপর ১০-১৫ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেছে ড্রাগনভূমি। পাশাপাশি, গুগ্‌লের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে চিনের শি জিনপিং সরকার। এর জেরেই ক্রিপ্টো মুদ্রার বাজারে ধস নেমেছে বলে জানিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement