— প্রতীকী চিত্র।
গোটা সপ্তাহে দিনের শেষে এক বারও মাথা তুলল না শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স নামল আরও ৬০৪.৭২ পয়েন্ট। ফলে টানা পাঁচ দিনে তার পতন পেরোল ২০০০। মোট ২১৮৫.৭৭ (২.৫৪%) খুইয়ে সূচক নামল ৮৩,৫৭৬.২৪ অঙ্কে। এ দিন নিফ্টি পড়েছে ১৯৩.৫৪। পাঁচ দিনে ৬৪৫.২৫ (২.৪৫%)। থিতু হয়েছে ২৫,৬৮৩.৩০-এ।
বিশেষজ্ঞদের দাবি, লগ্নিকারীদের চিন্তা বাড়িয়েছে আমেরিকার শুল্ক বৃদ্ধির হুমকি। সে দেশ ভেনেজ়ুয়েলায় সামরিক হামলা চালানোয় বেড়েছে ভূ-রাজনৈতিক সঙ্কট। বিদেশি লগ্নি সংস্থাগুলিও দ্রুত শেয়ার বেচছে ভারতে। যে কারণে টাকার দামও পড়ছে। ডলার এ দিন ২৮ পয়সা উঠে হয়েছে ৯০.১৮ টাকা।
বিশেষজ্ঞ কমল পারেখের দাবি, ভারতে আমেরিকার শুল্ক এখন ৫০%। রুশ তেল কেনার জন্য তা ৫০০% করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এটাই আশঙ্কা বাড়িয়েছে। যে কারণে বিদেশি সংস্থাগুলিও শেয়ার বিক্রি করছে। এ সপ্তাহে বিদেশি লগ্নি সংস্থাগুলি মোট ৮৮০৮.০৩ কোটি টাকার শেয়ার বেচেছে। তবে আরও বড় পতন রুখেছে দেশীয় সংস্থাগুলির ১৫,৬৯৯.৭৫ কোটি লগ্নি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে