ভারত-নেটে বাড়ল বরাদ্দ

এ বারের বাজেটে ‘ভারত নেট’ প্রকল্পের বরাত দশ হাজার কোটি টাকা বাড়ল।‘অপটিক্যাল ফাইবার কেব্‌ল’ (ওএফসি) দিয়ে শহর ছাড়িয়ে গ্রামেও আধুনিক ইন্টারনেট (ব্রডব্যান্ড) পরিষেবা পৌঁছে দিতে ওই প্রকল্পের কথা আগেই ঘোষণা করেছিল কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫০
Share:

এ বারের বাজেটে ‘ভারত নেট’ প্রকল্পের বরাত দশ হাজার কোটি টাকা বাড়ল।

Advertisement

‘অপটিক্যাল ফাইবার কেব্‌ল’ (ওএফসি) দিয়ে শহর ছাড়িয়ে গ্রামেও আধুনিক ইন্টারনেট (ব্রডব্যান্ড) পরিষেবা পৌঁছে দিতে ওই প্রকল্পের কথা আগেই ঘোষণা করেছিল কেন্দ্র। মঙ্গলবার বাজেট পেশের সময়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ইতিমধ্যেই ১ লক্ষ ৫৫ হাজার কিলোমিটার ওএফসি বসানো হয়েছে। আগামী অর্থবর্ষে এই প্রকল্পে বরাদ্দ বাড়ছে ১০ হাজার কোটি টাকা। তাঁর দাবি, ২০১৭-’১৮-র শেষে দেড় লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে যাবে দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা। সেখানে অল্প খরচে মিলবে ডিজিটাল পরিষেবা এবং ‘ওয়াই-ফাই হট স্পট’-ও। এই পরিষেবার হাত ধরে টেলি-মেডিসিন, শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিতে ‘ডিজিগাঁও’ প্রকল্পের সূচনা করবে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন