নগদ কম, কার্যত থমকে খুচরো ব্যবসা

নোট বাতিল হওয়ায় এবং ব্যাঙ্ক থেকে টাকা তুলতে না-পারার জেরে চূড়ান্ত সমস্যায় সাধারণ খুচরো ব্যবসায়ীরা। বুধবার কার্যত তাঁরা হাত গুটিয়ে বসেছিলেন। এ দিন ব্যবসা প্রায় কিছুই হয়নি বলে অভিযোগ এনেছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ০২:৩১
Share:

নোট বাতিল হওয়ায় এবং ব্যাঙ্ক থেকে টাকা তুলতে না-পারার জেরে চূড়ান্ত সমস্যায় সাধারণ খুচরো ব্যবসায়ীরা। বুধবার কার্যত তাঁরা হাত গুটিয়ে বসেছিলেন। এ দিন ব্যবসা প্রায় কিছুই হয়নি বলে অভিযোগ এনেছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।

Advertisement

এক দিকে ক্রেতার সংখ্যা ছিল হাতে গোনা। অন্য দিকে, ব্যবসা চালানোর দৈনন্দিন খরচ মেটানোর জন্য যথেষ্ট ১০০ টাকার নোট হাতে না-থাকায় ব্যবসায়ীদের সিংহভাগই ঝাঁপ বন্ধ করে দেন। কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন্সের সভাপতি ফিরোজ আলি বলেন, ‘‘অনেকেরই প্যাকিং-কর্মী, ঠেলাওয়ালা, মোটবাহকের মজুরি বাবদ দিনে খরচ হয় ৫০ হাজার টাকা। অথচ ব্যাঙ্ক থেকে এর পর সপ্তাহে ২০ হাজার টাকার বেশি তোলা যাবে না। তাই ব্যবসা বন্ধ করে বসে থাকা ছাড়া উপায় নেই।’’ একই অভিযোগ ফেডারেশন অব ট্রেডার্স অগার্নাইজেশন্স অব ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক তাকরনাথ দ্বিবেদী এবং ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন্সের চেয়ারম্যান মহেশ সিংহানিয়ার। তিনি বলেন, ‘‘৮০% ব্যবসাই হয় নগদে। তা পুরো বন্ধ।’’ দ্বিবেদীর দাবি, ব্যাঙ্ক থেকে বাড়তি টাকা তোলার সুবিধা ব্যবসায়ীদের দেওয়া উচিত কেন্দ্রের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement