লগ্নির ডাক হংকঙের

ড় সংস্থা নয়। ছোট-মাঝারি সংস্থার বিনিয়োগ টানতে এ বার হংকং সরকারের নজরে পশ্চিমবঙ্গ। বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে সহজে ব্যবসা করার উপরে সভার আয়োজন করেছিল হংকং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০১:৫৭
Share:

বড় সংস্থা নয়। ছোট-মাঝারি সংস্থার বিনিয়োগ টানতে এ বার হংকং সরকারের নজরে পশ্চিমবঙ্গ। বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে সহজে ব্যবসা করার উপরে সভার আয়োজন করেছিল হংকং। সেখানেই ‘ইনভেস্ট এইচকে’ নামে হংকং সরকারের সংস্থার অন্যতম কর্তা ফ্রান্সিস হো জানান, হংকঙে ব্যবসা শুরু করার জন্য এক সপ্তাহ সময়ই যথেষ্ট।

Advertisement

তাঁর দাবি, প্রয়োজনীয় নথি থাকলে হংকং-এর কোন বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমেই ব্যবসা শুরু করার প্রাথমিক কাজ সেরে ফেলা সম্ভব। অফিস তৈরি ও কর্মী নিয়োগের পরে ওখানে পা রাখতে পারেন বিনিয়োগকারী। অর্থাৎ ভারতে থেকেই ব্যবসার প্রথম দফার কাজ করে নেওয়া যায় বলে তাঁর দাবি।

একই সঙ্গে তিনি জানান, করের বোঝা কম হওয়ায় হংকঙে ব্যবসা করা ছোট-মাঝারি সংস্থার পক্ষে লাভজনক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন