দশ দফা দাওয়াই

অন্য ব্যাঙ্কের এটিএমে নয়, কার্ড ব্যবহার করুন শুধুমাত্র নিজের ব্যাঙ্কের এটিএমে। এটিএম অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ডেবিট কার্ডের পিন পাল্টে নিন।নিজের ফোন নম্বর এবং ই-মেল ব্যাঙ্কের খাতায় নথিবদ্ধ করা না-হয়ে থাকলে অবিলম্বে তা করান, যাতে আপনার কার্ড অন্য কেউ ব্যবহার করলে, আপনি তখনই সেই খবর পেয়ে যান।

Advertisement
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০২:৩৮
Share:

অন্য ব্যাঙ্কের এটিএমে নয়, কার্ড ব্যবহার করুন শুধুমাত্র নিজের ব্যাঙ্কের এটিএমে। এটিএম অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ডেবিট কার্ডের পিন পাল্টে নিন।নিজের ফোন নম্বর এবং ই-মেল ব্যাঙ্কের খাতায় নথিবদ্ধ করা না-হয়ে থাকলে অবিলম্বে তা করান, যাতে আপনার কার্ড অন্য কেউ ব্যবহার করলে, আপনি তখনই সেই খবর পেয়ে যান। ব্যাঙ্কের কাছে প্রশ্ন করুন, আপনার কার্ড পাল্টানোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না।

Advertisement

পিন-এর গোপনীয়তা রক্ষা করুন। যেখানে-সেখানে পিন লিখে রাখবেন না। সরাসরি সেভ করবেন না মোবাইলে।কার্ড বা ফোন হারিয়ে গেলে সেই মুহূর্তে কার্ডটি ব্লক করুন।পাবলিক ওয়াই-ফাই এবং সাইবার কাফেতে নেট ব্যাঙ্কিং ব্যবহার না-করাই বাঞ্ছনীয়।

অনামী সংস্থায় কার্ড ব্যবহার করে কেনাকাটা বন্ধ রাখুন।যে-অ্যাকাউন্টে বেশি লেনদেন কার্ডের মাধ্যমে করে থাকেন, সেখানে মোটা টাকা ফেলে না-রাখাই বুদ্ধিমানের কাজ হবে।পিন নম্বর ব্যবহার করুন সকলের অলক্ষ্যে। কোনও সংস্থায় কার্ডের মাধ্যমে কিছু কেনাকাটা করলে কার্ড যেন অবশ্যই আপনার আড়ালে সোয়াইপ না-করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement