আমদানি ছেঁটে ইস্পাত উৎপাদনে জোর দিল্লির

কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেটালস এবং টাটা স্টিল আয়োজিত জাতীয় মেটালার্জিস্ট দিবসের কর্মসূচিতে ইস্পাত সচিব জানান, দেশে ইস্পাতের চাহিদা মেটাতে আগেই উৎপাদন বাড়ানোর কাজ শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ০৩:৪৫
Share:

আমদানি কমাতে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ করেছে কেন্দ্র। এই পরিকল্পনারই অংশ হিসেবে ইস্পাতের আমদানিও কমাতে চাইছে সরকার। এর জন্য দেশে ইস্পাত উৎপাদনের উপরে জোর দেওয়া হচ্ছে বলে জানালেন ইস্পাত সচিব বিনয় কুমার।

Advertisement

কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেটালস এবং টাটা স্টিল আয়োজিত জাতীয় মেটালার্জিস্ট দিবসের কর্মসূচিতে ইস্পাত সচিব জানান, দেশে ইস্পাতের চাহিদা মেটাতে আগেই উৎপাদন বাড়ানোর কাজ শুরু হয়েছে। এই পদক্ষেপের ফলে গত দেড় বছরে ইস্পাত আমদানির খরচ ৮,০০০ কোটি টাকা কমেছে। ইস্পাতের উৎপাদন বাড়াতে বিভিন্ন ইস্পাত সংস্থা এবং যন্ত্রপাতি সংস্থার মধ্যে ৩৮টি চুক্তি সই হয়েছে

ওয়াকিবহাল মহলের বক্তব্য, ভারতে ইস্পাতের উৎপাদন ও ব্যবহারে ভাটার পিছনে কিছু আন্তর্জাতিক কারণও রয়েছে। ২০০৮ সালে বেজিং অলিম্পিকের আগে স্টেডিয়াম-সহ সারা দেশের পরিকাঠামো তৈরি ও পুনর্গঠনের ক্ষেত্রে বিপুল ব্যয় করেছিল চিন। সেই সময়ে বিশ্বে ইস্পাতের বাজারও ব্যাপক ভাবে বেড়েছিল। কিন্তু অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পরে স্বাভাবিক ভাবেই ইস্পাতের চাহিদা কমে যায়। এর পিঠোপিঠি শুরু হয় বিশ্ব মন্দা। ব্যয় কমছিল পরিকাঠামোয়। সরকারি সূত্রের খবর, গত কয়েক বছরে পরিকাঠামো ক্ষেত্রে ফের জোর দিয়েছে ভারত। ফলে ইস্পাতের চাহিদা ও বাজার ফের বাড়ছে। কুমার জানিয়েছেন, লক্ষ্য কার্যকরের পাশাপাশি ইস্পাতের মান বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement